Sourav Ganguly: ড্যামেজ কন্ট্রোলে সৌরভ! বাংলা ক্রিকেট কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক
World Cup 2023 Ticket Price: সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অবশ্য ছিলেন না। তবে সচিব এবং অন্যান্য কর্তাদের সঙ্গে সৌরভের এই বৈঠক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।

ক্রিকেট বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনাল সহ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ। অন্যান্য রাজ্য ক্রিকেট সংস্থার অনেক আগেই টিকিটের দামের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়ে বাংলা ক্রিকেট সংস্থা। টিকিটের দাম নির্ধারণ নিয়ে সিএবি সভাপতি অনেক আগেই ঘোষণা করেছিলেন, সকলের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, টিকিটের দাম নিয়ে সিএবি-র অন্দরেই মতবিরোধ রয়েছে। বাংলা ক্রিকেট কর্তাদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠক কি সে কারণেই? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের টিকিট ইস্যুতে ড্যামেজ কন্ট্রোলে সৌরভ! সোমবার সিএবিতে আসেন মহারাজ। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে ছিলেন সিএবিতে। বিশ্বকাপের টিকিটের দাম আগেই ঘোষণা করে বোর্ডের কড়া নজরে পড়েছে বাংলা ক্রিকেট সংস্থা। টিকিটের দাম নিয়ে মতবিরোধ রয়েছে সিএবির অন্দরেই। সিএবি সদস্যদের অনেকেও খুশি নন টিকিটের দাম নিয়ে। এক এক ম্যাচে এক একরকম টিকিটের দাম রাখা হয়েছে। এমন সিদ্ধান্ত নজিরবিহীন। এই বিষয়টা ভালো ভাবে নেয়নি বোর্ড। সূত্রের খবর, টিকিটের দাম ইস্যুতেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন মহারাজ। সোমবার সিএবির শীর্ষ কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সৌরভ।
বিশ্বকাপের জন্য বিশেষ কমিটি গঠন করবে বাংলা ক্রিকেট সংস্থা। সেই কমিটিতে সৌরভকে থাকার অনুরোধও করা হয়েছিল। সৌরভ এখন বোর্ড কিংবা সিএবির কোনও পদে নেই। বিশ্বকাপের কমিটিতে সৌরভের মতো অভিজ্ঞ প্রশাসক থাকলে সিএবি বাড়তি আত্মবিশ্বাস পেত। তবে সরকারি ভাবে না থাকলেও সৌরভের মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অবশ্য ছিলেন না। তবে সচিব এবং অন্যান্য কর্তাদের সঙ্গে সৌরভের এই বৈঠক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।





