ICC World Cup: নেদারল্যান্ডস ম্যাচেও ফিরছেন না কেন!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 08, 2023 | 4:14 PM

Cricket World Cup 2023, Kane Williamson: গত আইপিএলের প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়েছিলেন উইলিয়ামসন। বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে চোট পান গুজরাট টাইটান্সের ক্রিকেটার। টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। বিশ্বকাপে খেলার সম্ভাবনাও ক্ষীণ ছিল। উইলিয়ামসনকে রেখেই স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই দাপুটে জয়। অনবদ্য পারফরম্যান্স দুই বাঁ হাতি ব্যাটার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র।

ICC World Cup: নেদারল্যান্ডস ম্যাচেও ফিরছেন না কেন!
Image Credit source: X

Follow Us

নিউজিল্য়ান্ড শিবিরে ধাক্কা নাকি শাপে বর! বলা কঠিন। আপাতত, অস্বস্তিই বলা যায়। বিশ্বকাপে দুর্দান্ত শুরু হয়েছে নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। চ্যাম্পিয়নদের হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে কিউয়িরা। প্রথম ম্যাচে খেলতে পারেননি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। নিউজিল্য়ান্ড বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল, ফিট হওয়ার পর্যাপ্ত সময় দিতে প্রথম ম্যাচে খেলানো হবে না কেন উইলিয়ামসনকে। ওয়ার্ম আপ ম্যাচের একটিতে ব্যাট করেছিলেন, আর এক ম্যাচে ফিল্ডিং। দ্বিতীয় ম্যাচ থেকে ফেরার কথা ছিল উইলিয়ামসনের। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও খেলতে পারবেন না উইলিয়ামসন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত আইপিএলের প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়েছিলেন উইলিয়ামসন। বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে চোট পান গুজরাট টাইটান্সের ক্রিকেটার। টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। বিশ্বকাপে খেলার সম্ভাবনাও ক্ষীণ ছিল। উইলিয়ামসনকে রেখেই স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই দাপুটে জয়। অনবদ্য পারফরম্যান্স দুই বাঁ হাতি ব্যাটার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। ক্যাপ্টেন খেললে হয়তো বিশ্বকাপ অভিষেক হত না তরুণ ব্যাটার রবীন্দ্রর। প্রথম ম্যাচেই তাক লাগিয়েছেন। হয়তো সে কারণেই নেদারল্যান্ডস ম্যাচেও বিশ্রাম দিয়ে আরও সময় দেওয়া হচ্ছে উইলিয়ামসনকে।

এ বারের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে কিউয়ি শিবিরে স্বস্তির খবরও রয়েছে। লকি ফার্গুসন এবং টিম সাউদি ফিট হয়ে উঠেছেন। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে ফিল্ডিংয়ে চোট পেয়েছিলেন টিম সাউদি। বাংলাদেশ সফরে সাউদিকে পায়নি নিউজিল্যান্ড। এই ম্যাচে পাওয়া যেতে পারে সাউদিকে। উইলিয়ামসন প্রসঙ্গে কোচ গ্যারি স্টিড জানান, পুরো ম্যাচে ফিল্ডিং করার মতো ফিট হয়ে ওঠেননি। সে কারণেই তাঁকে আরও সময় দিতে চায় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

Next Article