ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। উত্তেজনায় ফুটছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তার আগে রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেরা সুযোগ। এখন ওয়ান ডে ফরম্যাটে যত বেশি ম্যাচ পাওয়া যায় ততই লাভ। বেশ কিছু প্লেয়ার যাঁরা চোট সারিয়ে ফিরেছেন, তাদের ফিটনেস দেখে নেওয়ার সুযোগ হবে। বিশেষ করে বলতে হয়- শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলদের কথা। এশিয়া কাপের শুরুতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ রাহুলকে। বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। পাশাপাশি বিশ্বকাপের আগে দুটি করে ওয়ার্ম ম্যাচও রয়েছে প্রতিটি দলের। সেই ওয়ার্ম আপ ম্যাচেরও সূচি ঘোষণা করে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ভারতের তিনটি ভেনুতে হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় দল বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফর্ম করে ভারতে খেলতে আসছে নেদারল্যান্ডস। মূল টুর্নামেন্ট শুরুর আগে দারুণ প্রস্তুতির সুযোগ তাদের। ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি। সব ম্যাচই শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে। যেহেতু ওয়ার্ম আপ ম্যাচ, স্কোয়াডের ১৫ জন সদস্যকেই খেলানো যাবে।
এক নজরে দেখে নিন ওয়ার্ম আপ ম্যাচের সূচি
২৯ সেপ্টেম্বর, শুক্রবার
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, গুয়াহাটি
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, তিরুবনন্তপূরম
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, হায়দরাবাদ
৩০ সেপ্টেম্বর, শনিবার
ভারত বনাম ইংল্যান্ড, গুয়াহাটি
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, তিরুবনন্তপূরম
২ অক্টোবর, সোমবার
ইংল্য়ান্ড বনাম বাংলাদেশ, গুয়াহাটি
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তিরুবনন্তপূরম
৩ অক্টোবর, মঙ্গলবার
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, গুয়াহাটি
ভারত বনাম নেদারল্যান্ডস, তিরুবনন্তপূরম
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, হায়দরাবাদ