কলকাতা: দীর্ঘ সাত বছর পর ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট টিম। ভারতের মাটিতে বিশ্বকাপ না হলে আপাতত সেই সম্ভাবনাও ছিল না। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট টিম। সেই স্কোয়াডের একমাত্র মহম্মদ নওয়াজ রয়েছেন এই পাকিস্তান দলে। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি। আর ভারতে খেলার অভিজ্ঞতা বলতে, আঘা সলমনের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য এক বারই এসেছিলেন। আক্ষরিক অর্থে পাকিস্তানের এই স্কোয়াডের প্রথম বার ভারতের মাটিতে খেলার সুযোগ। হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। আতিথেয়তায় কোনও ফাঁক নেই। উচ্ছ্বসিত পাকিস্তান টিম। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট টিমের সহ-অধিনায়ক শাদাব খান তাঁর পছন্দের কথা জানালেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সাদা বলের ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। এশিয়া কাপেও তাঁর বিধ্বংসী চেহারা দেখেছেন শাদাব খান। রোহিতের ব্যাটিং নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন শাদাব। তবে তাঁর ভরসাও রয়েছে। সিংহম। বলিউড তারকা অজয় দেবগণ হয়তো শাদাবের কথা শুনলে খুশিই হতেন। বলিউড সিনেমার প্রতি পাক ক্রিকেটারদের প্রেম নতুন নয়। শাদাবও সেই তালিকায় রয়েছেন। হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে এক পুলিশ কর্তা দেখেই শাদাবের মন্তব্য, ‘সিংহমও এসেছেন এখানে!’
হায়দরাবাদের খাবারের প্রেমেও পড়েছেন শাদাব। বলছেন, ‘এখানে দারুণ আতিথেয়তা। আর খাবার লা-জবাব। টিমের সাপোর্ট স্টাফরা আতঙ্কে ভুগছে। আমরা যে ভাবে এখানকার সুস্বাদু খাবার খাচ্ছি, মোটা না হয়ে যাই।’ এরপরই অবশ্য আরও একটা মন্তব্য করেই হেসে উঠলেন শাদাব। বলছেন, ‘আশাকরি আমেদাবাদেও একই রকম আতিথেয়তা পাব। ওখানে তো ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে।’
রোহিত প্রসঙ্গও উঠল। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসেবে বেছে নিলেন কুলদীপ যাদবকে। আর রোহিত প্রসঙ্গে বলছেন, ‘রোহিত বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ওকে আমি শ্রদ্ধা করি। ওর বিরুদ্ধে বোলিং খুবই চ্যালেঞ্জিং। এক বার সেট হলে ওকে রোখা মুশকিল। তবে এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নিয়েছি।’ রোহিতকে সামলাতে শাদাবের ভরসা কি তবে সিংহম!