চেন্নাই: বিশ্বকাপের ঢাকে কাঠি অনেক আগেই পরে গিয়েছে। অংশগ্রহণকারী সব দল ভারতে পৌঁছে গিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ। বিশ্বকাপে মূল আকর্ষণ অবশ্যই ভারত-পাকিস্তান। ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ক’দিন আগেও ওয়ান ডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর টিম ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতেই পাকিস্তানকে ছিটকে দেয় ভারত। আইসিসি ক্রমতালিকায় তিন ফরম্যাটেই এখন শীর্ষে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের অন্যান্য ম্যাচ নিয়ে যেমন আগ্রহ আছে, নজর মূলত ভারত-পাকে। সেই ম্যাচে কে এগিয়ে? পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নিজের দেশকে অনেক পিছিয়ে রাখছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস মনে করেন, ভারতের তুলনায় অনেক দুর্বল টিম তাঁর দেশ। রোহিত শর্মাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে বলেই ওয়াকারের পর্যবেক্ষণ। সদ্য এশিয়া কাপ জিতেছে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে লজ্জার হার উপহার দিয়েছে। তেমনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও জিতেছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ওয়াকার বলছেন, ‘আমরা সকলেই জানি ভারত-পাকিস্তান কত বড় ম্যাচ। ক্রিকেটের সেরা ম্যাচ এটিই। আমেদাবাদের মতো স্টেডিয়ামে স্নায়ুর চাপ সামলানোটাই আসল। ভারতের তুলনায় পাকিস্তান দুর্বল। তারা নিঃসন্দেহে চাপে থাকবে। তবে ভারতেরও চাপ থাকবে।’
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় এক লক্ষ দর্শক উপস্থিতি দেখা যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচে। সে কারণেই ভারতীয় দলও চাপে থাকবে বলে মনে করেন ওয়াকার ইউনিস। বলছেন, ‘স্টেডিয়ামে প্রচুর দর্শক উপস্থিত থাকবে। সে কারণেই ভারতীয় দলও স্নায়ুর চাপে ভুগবে। স্টেডিয়ামের আবহ দু-দলের জন্যই স্নায়ুর চাপ তৈরি করবে। তবে পারফরম্যান্সের ভিত্তিতে বলতে পারি, ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল।’
ধারাবাহিকতার অভাবের জন্যই পাকিস্তানকে পিছিয়ে রাখছেন তাদের কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপে নাসিম শাহর না থাকাও পাকিস্তানের কাছে বড় ধাক্কা বলে মনে করেন ওয়াকার।