মুম্বই: পাকিস্তান আদৌ বিশ্বকাপ খেলতে আসতে পারবে তো! এমন প্রশ্ন অবাস্তব নয়। এশিয়া কাপ ঘিরে ভারতীয় বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব লেগেই ছিল। সে সময় থেকে হুঁশিয়ারি দেওয়া চলছিল, ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে তারাও বিশ্বকাপের জন্য ভারতে আসবে না। যদিও সেই হুঁশিয়ারি ধোপে টেকেনি। এখন বিশ্বকাপ খেলা নিয়ে নিজেদের দেশেই অনুমতির অপেক্ষায় পাকিস্তান। প্রধানমন্ত্রীর কাছে ছাড়পত্র চাইল সে দেশের ক্রিকেট বোর্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে ভারতে ওয়ান ডে বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। আমেদাবাদে হবে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। এ ছাড়াও চেন্নাই, কলকাতার মতো ভেনুতে ম্যাচ রয়েছে পাকিস্তানের। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিদেশমন্ত্রকের কাছে লিখিত ভাবে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি-এর এক কর্তা সংশ্লিষ্ট ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, ‘বিশ্বকাপের সূচি প্রকাশের পরই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি আমরা। বিদেশমন্ত্রকের কাছেও তার কপি পাঠানো হয়েছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার ছাড়পত্রের জন্য অনুরোধ করা হয়েছে। সরকার যে ভাবে বলবে, সেই অনুযায়ী আমরা এগবো।’
সংশ্লিষ্ট ওয়েবসাইটের খবর অনুযায়ী, বিশ্বকাপের সূচি, কোন কোন ভেনুতে তাদের খেলা রয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। পাকিস্তানের তরফে একটি নিরাপত্তা পর্যবেক্ষক টিমও পাঠানো হবে। এই টিম বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট টিমের ভেনু পরিদর্শন করবে। পাশাপাশি ভারতীয় বোর্ড এবং বিশ্বকাপের স্থানীয় আয়োজক সংস্খার সঙ্গে আলোচনাও করবে। পর্যবেক্ষক টিমের রিপোর্টের ভিত্তিতেই সরকারের অনুমতি মিলবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই খবর।