CWC 2023 India: ‘দিল জশন্ বোলে’ প্রকাশিত হল বিশ্বকাপের থিম সং

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 20, 2023 | 2:57 PM

Cricket World Cup 2023 Official Theme Song: ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই বেশি ব্যবহার করা হয়েছে। ক্রিকেট বিশ্বের আবেগও জড়িয়ে রয়েছে। ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, একটি ধর্মও। যেখানে কোনও ভেদাভেদ নেই। টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করলে, সাফল্য পেলে উৎসবে মেতে ওঠেন সকলেই। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২ এপ্রিলের সেই রাত দীর্ঘ হয়েছিল ভারতের বিশ্ব জয়ে।

CWC 2023 India: ‘দিল জশন্ বোলে’ প্রকাশিত হল বিশ্বকাপের থিম সং
Image Credit source: ICC

Follow Us

নয়াদিল্লি: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। এখন আর কয়েক দিনের অপেক্ষা। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। বিশ্বকাপের পারদ যেন আরও চড়ল। এ দিন প্রকাশিত হল অফিসিয়াল থিম সং। দিল জশন্ বোলে…। বলিউড তারকা রণবীর সিং এবং মিউজিক কম্পোজার প্রীতমের যৌথ উদ্যোগ দেখা যাবে এই অফিসিয়াল থিম সংয়ে। বিশ্বের ক্রিকেট প্রেমীদের ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপের ‘সফর করাবেন’ এই গানের মাধ্যমে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই বেশি ব্যবহার করা হয়েছে। ক্রিকেট বিশ্বের আবেগও জড়িয়ে রয়েছে। ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, একটি ধর্মও। যেখানে কোনও ভেদাভেদ নেই। টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করলে, সাফল্য পেলে উৎসবে মেতে ওঠেন সকলেই। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২ এপ্রিলের সেই রাত দীর্ঘ হয়েছিল ভারতের বিশ্ব জয়ে।

এ বারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের ভিডিয়ো প্রকাশে রণবীর সিং বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। আমার কাছে এটা বিরাট সম্মানের বিষয়। এটা শুধু খেলাই নয়, ভালোবাসারও উৎসব।’ সঙ্গীতকার প্রীতমও আবেগে ভাসছেন। দেশের মাটিতে সবচেয়ে সফল বিশ্বকাপ হবে বলেই মনে করেন তিনি। প্রীতমের কথায়, ‘এই গানটি শুধুমাত্র ১৪০ কোটি ভারতবাসীর জন্যই নয়, বিভিন্ন দেশের যে ক্রিকেট প্রেমীরা আসছেন, তাদেরও সেলিব্রেশনের অংশ।’

ক্রিকেট প্রেমীরা এই গানের তালে নিজেরাও নানা ভিডিয়ো পোস্ট করতে পারবেন। যা হয়তো লক্ষ লক্ষ মানুষ দেখবে। ফেসবুক, ইন্সটাগ্রামে এই গানের সঙ্গে ভিডিয়ো শেয়ার করলে #CWC23 এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

Next Article