নয়াদিল্লি: বিশ্বকাপ অভিযান জয় দিয়েই শুরু করেছে ভারত। যদিও চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার রেকর্ড রয়েছে। টপ অর্ডারে তিন ব্যাটার খাতা খোলার আগেই প্যাভিলিয়নে। দুই ওপেনার ঈশান কিষাণ-রোহিত শর্মা এবং চারে নামা শ্রেয়স, তিন জনই ‘ডাক’। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম। এমন পরিস্থিতিতে বিরাট কোহলি ও লোকেশ রাহুল ম্যাচ জেতানো জুটি গড়েন। খাদের কিনারা থেকে জয়ের মাঝেও প্রশ্ন উঠছে টপ অর্ডার ব্যাটিং। বিশ্বকাপ অভিষেকে প্রথম বলেই ফেরেন ঈশান কিষাণ। শুভমন গিল অসুস্থ থাকায় ঈশানকে ওপেন করানো হয়। শুভমনকে কালকের ম্যাচেও পাওয়া যাবে না। এমনকি পাকিস্তান ম্যাচেও হয়তো…। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের ওপেনিং সঙ্গী কি ঈশান কিষাণই? ব্যাটিং কোচ বিক্রম রাঠোর যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত কয়েকটি সিরিজে কখনও ওপেনিং কখনও মিডল অর্ডারে ব্যাটিং করেছেন ঈশান। বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে মূলত ব্যাক আপ কিপার হিসেবে রাখা হয়েছিল। শুভমনের অনুপস্থিতিতে ঈশানকে ওপেন করানো হয়। বিশ্বকাপে প্রথম ম্যাচ। শরীরের অনেকটা বাইরের ডেলিভারি। প্রথম বলটাই তাড়া করবেন, এমন প্রত্যাশা ছিল না। বিশ্বকাপে অভিষেকে গোল্ডেন ডাক ঈশান। তাঁর ওপরই অবশ্য ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আগেও ও ইনিংস ওপেন করেছে। সুতরাং, ওকে ওপেনিং করানো নিয়ে আলাদা কোনও আলোচনা হয়নি। ওপেনিংয়ে অভিজ্ঞতার জন্যই ওকে নামানো হয়েছিল।’
আফগানিস্তান ম্যাচেও ঈশানকে ওপেন করানো হবে বলেই ইঙ্গিত। বিক্রম আরও বলেন, ‘ঈশান টপ ও মিডল অর্ডার, দুই পজিশনেই ব্যাট করতে পারে। আশা করি এই ম্যাচে ও ভালো পারফর্ম করবে।’ ঈশানের ভালো পারফরম্যান্সের প্রত্যাশার মাঝে টিমের প্রার্থনা, শুভমন গিল যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।