ICC World Cup: বিশ্বকাপ হাতে মাঠে ঢুকবেন মাস্টারব্লাস্টার, টুর্নামেন্ট শুরুর ঘোষণাও…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 03, 2023 | 11:22 PM

Cricket World Cup 2023, Sachin Tendulkar: কেরিয়ারে ছ'টি ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। অবশেষে ২০১১ সালে চ্যাম্পিয়নের ট্রফি জিতেছেন। আইসিসির বিবৃতিতে সচিন তেন্ডুলকর বলেন, '১৯৮৭ বিশ্বকাপে বল বয় থেকে দেশের হয়ে ছয়টি বিশ্বকাপ খেলার সুযোগ। বিশ্বকাপ আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। ২০১১ সালে বিশ্বকাপ জয় আমার ক্রিকেট সফরের সবচেয়ে গর্বের মুহূর্ত।'

ICC World Cup: বিশ্বকাপ হাতে মাঠে ঢুকবেন মাস্টারব্লাস্টার, টুর্নামেন্ট শুরুর ঘোষণাও...
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: ঘরের মাঠে বিশ্বকাপ। ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। স্বপ্নপূরণ হয়েছিল সচিন তেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টারের হাতে আবারও বিশ্বকাপ উঠতে চলেছে। এ বারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আমেদাবাদে। ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন মাস্টারব্লাস্টার। শুধু তাই নয়, প্রতিযোগিতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণাও করবেন বিশ্ব ক্রিকেটের আইকন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেরিয়ারে ছ’টি ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন মাস্টার ব্লাস্টার। অবশেষে ২০১১ সালে চ্যাম্পিয়নের ট্রফি জিতেছেন। আইসিসির বিবৃতিতে সচিন তেন্ডুলকর বলেন, ‘১৯৮৭ বিশ্বকাপে বল বয় থেকে দেশের হয়ে ছয়টি বিশ্বকাপ খেলার সুযোগ। বিশ্বকাপ আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। ২০১১ সালে বিশ্বকাপ জয় আমার ক্রিকেট সফরের সবচেয়ে গর্বের মুহূর্ত।’

এ বারের বিশ্বকাপেও ফেভারিট ধরা হচ্ছে ভারতকে। ঘরের মাঠে বিশ্বকাপ, সাম্প্রতিক ফর্মের বিচারেই। সচিন আরও বলেন, ‘সেরা দলগুলি বিশ্বকাপে খেলবে। অনবদ্য় একটা টুর্নামেন্ট দেখার অপেক্ষায় রয়েছি। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট নতুন প্রজন্মের মধ্যে স্বপ্নের বীজ বুনে দেয়। আশাকরি এই বিশ্বকাপও অনেকে ছেলে-মেয়েকে ক্রিকেটের প্রতি আকর্ষিত করবে। সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখবে তারাও।’

এ বারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইতে হবে ম্যাচ। স্পিন-সহায়ক পিচে কিছুটা হলেও অ্যাডভান্টেজ ভারত।

Next Article