হায়দরাবাদ: পাকিস্তানের সেই পেসারকে মনে পড়ে? মহম্মদ ইরফান! ৭ ফুট ১ ইঞ্চির সেই পাকিস্তানি পেসার বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলেছিলেন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভারতে। পাকিস্তান টিমে ছিলেন ইরফান। তাঁর জন্য বিশেষ প্রস্তুতি সেরেছিল টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে বেঞ্চের ওপর দাঁড়িয়ে কোহলিদের থ্রো ডাউন দিয়েছিলেন টিম ইন্ডিয়ার থ্রো ডাউন বিশেষজ্ঞরা। এ বার পাকিস্তানের নেটে প্রায় ইরফানেরই উচ্চতার এক বোলার। ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার নিশান্ত সারানু। পাকিস্তান প্র্যাক্টিস সেশনে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন নিশান্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ার্ম আপ এবং মূল পর্ব মিলিয়ে বিশ্বকাপের জন্য পাকিস্তানের বেস ক্যাম্প হায়দরাবাদ। প্রায় দু-সপ্তাহ পাকিস্তানের নেটে দেখা যাবে নিশান্তকে। হায়দরাবাদের অনূর্ধ্ব ১৯ পেসার নিশান্ত। উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের মাত্র দু-জন ক্রিকেটারের অভিজ্ঞতা রয়েছে ভারতে খেলার। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন মহম্মদ নওয়াজ ও আঘা সলমন। বাকি সকলেই প্রথম বার ভারত সফরে। এমনকি অধিনায়ক বাবর আজমও। আগামী কাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাকিস্তান। এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে পড়াশোনা করে এলেও মানিয়ে নিতে হবে দ্রুত। তাই হায়দরাবাদে পৌঁছনোর ১২ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়ে পাকিস্তান টিম।
পাকিস্তানের নেট সেশনে, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির স্পেলের পরই পাকিস্তান সাপোর্ট স্টাফ এবং বোলিং কোচ মর্নি মর্কেল ডেকে নেন নিশান্তকে। ওখানে অনেক নেট বোলার থাকলেও নিশান্তকেই ডেকে নেন মর্নি। পাকিস্তান পেসাররা ১৪০-১৫০ কিমি/ঘণ্টা গতিতে নিয়মিত বোলিং করে থাকেন। হায়দরাবাদের এই অনূর্ধ্ব ১৯ পেসারের থেকেও তেমনই প্রত্যাশা ছিল পাকিস্তান কোচিং টিমের। সেই প্রত্যাশা পূরণ করেছেন নিশান্ত।
আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের প্রথম বার বোলিং করছেন, এমনটা নয়। এর আগে ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের সময় নেটে বোলিং করেছিলেন নিশান্ত। নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপসের সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন। এ বার ওডিআই ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার বাবর আজমের বিরুদ্ধে বেশ কিছুদিন বোলিংয়ের সুযোগ পাবেন নিশান্ত। হায়দরাবাদের এই তরুণ পেসার বলছেন, ‘সব ফরম্যাটেই কেরিয়ার গড়তে চাই। প্রাথমিক লক্ষ্য হায়দরাবাদ রাজ্য টিমের হয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে খেলা।’