Bangladesh CWC Squad: তারকা ব্যাটারকে ছাড়াই বিশ্বকাপের দল বাংলাদেশের, নেতৃত্বে সাকিবই

Cricket World Cup 2023:ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে হঠাৎই অবসর ঘোষণা করেছিলেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে একদিনেই সিদ্ধান্ত বদলান। তবে চোটের জন্য বিশ্রামে ছিলেন। তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ খেলবে, কল্পনার বাইরে ছিল। চোট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এশিয়া কাপেও বিশ্রাম দেওয়া হয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন। অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও বিশ্বকাপের কথা ভেবেই বিরত থেকেছিলেন।

Bangladesh CWC Squad: তারকা ব্যাটারকে ছাড়াই বিশ্বকাপের দল বাংলাদেশের, নেতৃত্বে সাকিবই
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 9:04 PM

মিরপুর: বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে বিরাট চমক। ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলেন না তারকা ব্যাটার। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে হঠাৎই অবসর ঘোষণা করেছিলেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে একদিনেই সিদ্ধান্ত বদলান। তবে চোটের জন্য বিশ্রামে ছিলেন। তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ খেলবে, কল্পনার বাইরে ছিল। তাঁর চোট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এশিয়া কাপেও বিশ্রাম দেওয়া হয় তামিমকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন। চোট পুরোপুরি সারেনি। অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও বিশ্বকাপের কথা ভেবেই বিরত থেকেছিলেন। এরপরও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হল না তামিমের! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটার তামিম। তাঁকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা, বড় চমক। তামিমকে বাদ দেওয়া হয়েছে! মনে করা হচ্ছে, পিঠের চোটের কারণে নিজেই দেশকে চাপে ফেলতে চাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ভাবে এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্রের খবর, তামিমই নির্বাচকদের বার্তা দিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর চোটের বিষয়টি যেন বিবেচনা করা হয়। আধাফিট তামিমকে রাখা ঝুঁকির ভেবেই কি তবে নির্বাচকদের এমন সিদ্ধান্ত?

বাংলাদেশ বোর্ডের তরফে যে সময়ে স্কোয়াড ঘোষণার কথা জানানো হয়েছিল, হঠাৎই তা পিছিয়ে দেওয়া হয়। সেই থেকেই নানা অনুমান চলছিল। শেষ মুহূর্তে স্কোয়াডে রদবদল হতে পারে বলে। বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই শেষে চূড়ান্ত স্কোয়াড জানানো হয়। অবসর সিদ্ধান্ত থেকে ফেরার পর দ্বিতীয় ওডিআইতে প্রথম খেলেন তামিম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে ৪৪ রান করেন তিনি। তৃতীয় ম্যাচে খেলেননি।

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (সহ অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, মাহমুদুল্লা রিয়াদ