CWC 2023, IND vs ENG: ওয়ার্ম আপে নজরে ভারতীয় বোলিং বনাম ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 30, 2023 | 8:30 AM

Cricket World Cup 2023, Team India: আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষেই। শেষ দুটি সাক্ষাতেই জিতেছে ইংল্যান্ড। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তার আগে গত বারের ওয়ান ডে বিশ্বকাপে গ্রুপ পর্বে একমাত্র ইংল্যান্ডের কাছেই হেরেছিল ভারত। মালান, বেয়ারস্টো, রুট, স্টোকস, হ্যারি ব্রুক। এরপর মইন আলি, বাটলারও রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ভারতের।

CWC 2023, IND vs ENG: ওয়ার্ম আপে নজরে ভারতীয় বোলিং বনাম ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং
Image Credit source: PTI

Follow Us

গুয়াহাটি: টিম ইন্ডিয়ার ওয়ার্ম আপ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতির দিক থেকে ভালো পরিস্থিতিতেই রয়েছে। সদ্য এশিয়া কাপ খেলেছে ভারত। চ্যাম্পিয়নও হয়েছে। ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করেছে ভারত। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জয়। বিশ্বকাপের আগে প্রতিটি দলই দুটি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ভারত আজ নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যে কোনও দলের কাছেই কঠিন প্রতিপক্ষ। এই ম্যাচে ভারতের যে বিষয়গুলিতে নজর থাকবে, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত কয়েক সপ্তাহ টিম ইন্ডিয়া নানা জায়গায়, ভিন্ন পরিস্থিতিতে প্রস্তুতির সুযোগ পেয়েছে। এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে শিবির হয়েছে। এরপর কলম্বো, পাল্লেকেলে, কলম্বো, মোহালি, ইন্দোর, রাজকোট হয়ে এখন গুয়াহাটি। এ বারের বিশ্বকাপে প্রথম চ্যাপ্টার খুলতে চলেছে ভারত। সেখানে প্রথম প্রশ্ন অবশ্যই বোলিং।

টানা ক্রিকেট। গুয়াহাটিতে শুক্রবার ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। ভারতের মাত্র চারজন প্র্যাক্টিসে ছিলেন। রাজকোটে বিশ্রাম দেওয়া হয়েছিল শুভমন গিল, রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হয়নি। অশ্বিনের শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছে। ঐচ্ছিক অনুশীলনে শুভমন, অশ্বিন, ঈশান কিষাণ এবং শার্দূল ঠাকুর ছিলেন।

ইংল্যান্ড টিমের অবশ্য জেটল্যাগ কাটাতে হিমসিম অবস্থা। ৩৮ ঘণ্টা সফর করে গুয়াহাটি পৌঁছেছে তারা। স্বাভাবিক ভাবেই ইংল্যান্ড ক্রিকেটাররা বিরক্ত। সব ভুলে প্রস্তুতিতে নজর। আর তাদের সেই পর্ব শুরু হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ দিয়েই। সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে ইংল্যান্ড। ভারতের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ওয়ার্ম আপ ম্যাচ দুটোই ভরসা। তাদের কাছে একটাই স্বস্তি, দুটি ম্যাচই গুয়াহাটিতে খেলবে। টিম ইন্ডিয়া ভারত সফরে বেরোবে। গুয়াহাটিতে খেলে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ তিরুবনন্তপুরমে।

আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষেই। শেষ দুটি সাক্ষাতেই জিতেছে ইংল্যান্ড। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তার আগে গত বারের ওয়ান ডে বিশ্বকাপে গ্রুপ পর্বে একমাত্র ইংল্যান্ডের কাছেই হেরেছিল ভারত। মালান, বেয়ারস্টো, রুট, স্টোকস, হ্যারি ব্রুক। এরপর মইন আলি, বাটলারও রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ভারতের।

ভারত বনাম ইংল্যান্ড, দুপুর ২টো, স্টার স্পোর্টসে

Next Article