Babar Azam: ‘গবেষণা করেছি’ ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে বলছেন বাবর!

Cricket World Cup 2023: এর আগে শেষ বার ভারতের মাটিতে আইসিসি ইভেন্ট বলতে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চোটের জন্য ভারতে আসতে পারেননি বাবর। বর্তমান স্কোয়াডের মহম্মদ নওয়াজ এবং আঘা সলমন সেই দলে ছিলেন। পাক অধিনায়ক বলছেন, 'আমরা বেশির ভাগ জনই ভারতের মাটিতে খেলিনি। তাই নিয়ে খুব একটা চাপেও নেই। ভারতের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে যথেষ্ঠ গবেষণা করেছি। শুনেছি, এশিয়ার অন্যান্য় দেশের মতোই পরিস্থিতি হবে।'

Babar Azam: 'গবেষণা করেছি' ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে বলছেন বাবর!
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 5:18 PM

লাহোর: পাকিস্তান স্কোয়াডের হাতে গোনা এক-দু’জন ভারতের মাটিতে খেলেছেন। একজন মহম্মদ নওয়াজ। তালিকায় নেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নাম। প্রথম বার ভারতের মাটিতে খেলবেন বাবর। পাকিস্তান দলকে নেতৃত্বও দেবেন। সোমবার রাতেই পাকিস্তান ক্রিকেট দলের ভিসা সমস্যা মিটে যায়। দুবাই হয়ে বুধবার হায়দরাবাদে পৌঁছবে পাকিস্তান ক্রিকেট দল। ভারতে খেলার অভিজ্ঞতা না থাকলেও যথেষ্ঠ গবেষণা করেছেন, এমনটাই দাবি পাক অধিনায়ক বাবর আজমের। ভারতে রওনা হওয়ার আগে একটি সাংবাদিক সম্মেলন করেন। কী বলছেন পাকিস্তান অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এর আগে শেষ বার ভারতের মাটিতে আইসিসি ইভেন্ট বলতে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চোটের জন্য ভারতে আসতে পারেননি বাবর। বর্তমান স্কোয়াডের মহম্মদ নওয়াজ এবং আঘা সলমন সেই দলে ছিলেন। পাক অধিনায়ক বলছেন, ‘আমরা বেশির ভাগ জনই ভারতের মাটিতে খেলিনি। তাই নিয়ে খুব একটা চাপেও নেই। ভারতের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে যথেষ্ঠ গবেষণা করেছি। শুনেছি, এশিয়ার অন্যান্য় দেশের মতোই পরিস্থিতি হবে।’

ভারত সফর নিয়ে গর্বিত বাবর আজম। ওয়ান ডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার বলছেন, ‘আমার কাছে খুবই গর্বের মুহূর্ত। ক্যাপ্টেন হিসেবে ভারতে যাচ্ছি। আশাকরি, এ বার ট্রফি নিয়ে দেশে ফিরব।’ পাকিস্তানের সাফল্য অনেকটাই নির্ভর করবে বাবর আজমের ওপর। এশিয়া কাপে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এর পর অবশ্য আর ভরসা দেওয়ার মতো ব্যাটিং করতে পারেননি।

ভারতের বিরুদ্ধে ওডিআইতে এখনও অবধি হাফসেঞ্চুরিও পেরোতে পারেননি। ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচ নিয়ে বাবর বলছেন, ‘এখন থেকেই রোমাঞ্চ হচ্ছে। আমেদাবাদের গ্যালারি পূর্ণ থাকবে। দক্ষতা অনুযায়ী খেলার চেষ্টা করব। তবে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তিত নই। আমি যেমনই পারফর্ম করি, সেটা যেন দলের কাজে লাগে, সেই লক্ষ্যই থাকবে।’