হায়দরাবাদ: বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হয়ে গিয়েছে। তবে অপেক্ষা শনিবারের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে নিয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতেছিল তারা। হায়দরাবাদের একই ভেনুতে দ্বিতীয় ম্যাচ খেলল শ্রীলঙ্কার বিরুদ্ধে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় স্কোর তাড়া করে জয়ের নজিরও গড়ল পাকিস্তান। তার আগে কি ভারতকে চ্যালেঞ্জ রিজওয়ানের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক যুগ আগে ভারতের মাটিতেই হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৯ রান তাড়া করে জিতে নজির গড়েছিল আয়ার্ল্যান্ড। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৪৫ রান। স্বাভাবিক এই রান তাড়া করতে হলে নজির গড়তে হত পাকিস্তানকে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা তরুণ ওপেনার আব্দুল্লা শফিকের সেঞ্চুরি এবং মহম্মদ রিজওয়ানের ১২১ বলে অপরাজিত ১৩১ রানের ইনিংস। ১০ বল বাকি থাকতেই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড পাকিস্তানের।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দলের জয় এবং নিজের ইনিংস প্রসঙ্গে বলেন, ‘গত এক-দেড় বছরে ব্যাটিং ধারাবাহিকতা নিয়ে বলতে পারি, পরিশ্রমই আসল। এর কোনও বিকল্প নেই। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুটের মতো সেরা ব্যাটারদের ক্ষেত্রেও এমন হয়। হয়তো ভাগ্যও সঙ্গে থাকে। আমার সঙ্গেও ছিল। আমি সে সময় ৩ রানে ব্যাট করছিলাম। একটি বল ব্য়াট ছুঁয়ে ফিল্ডারের ওপর দিয়ে যায়। ক্যাচও হতে পারত।’
গত প্রায় ১৫দিন হায়দরাবাদেই কেটেছে পাকিস্তান ক্রিকেট টিমের। শনিবার আমেদাবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ। সেই প্রসঙ্গে রিজওয়ান বলছেন, ‘আমরা দুর্দান্ত ছন্দে রয়েছি। আর পরের ম্যাচ, সকলেই জানে ভারতের বিরুদ্ধে খেলা। তবে ওরাও নিজেদের পরিকল্পনা প্রস্তুত রাখবে। আমাদেরও পরিকল্পনা তৈরি।’