Rahul Dravid: বিশ্বকাপের পরও কি রাহুল দ্রাবিড়ই কোচ থাকছেন?

Cricket World Cup 2023: রাহুল দ্রাবিড়ের 'রক্ষণাত্মক' মানসিকতার জন্য কি এমন মনে করা হচ্ছে? রাহুল দ্রাবিড় শুধুমাত্র টেস্ট ফরম্যাটে কোচ থাকলে সাদা বলে কে! বিকল্প হিসেবে উঠে আসছে আশিস নেহরার নামও।

Rahul Dravid: বিশ্বকাপের পরও কি রাহুল দ্রাবিড়ই কোচ থাকছেন?
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 07, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের দক্ষতা নিয়ে কোনও দিনই সন্দেহ ছিল না। তেমনই যুব দলের কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেছেন। নতুন প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ‘দ্য ওয়াল’। তবে সিনিয়র দলের কোচ হিসেবে? ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট অবধি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে চুক্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের। দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য এলেও আইসিসি টুর্নামেন্টে কোচ হিসেবে এখনও ‘ব্যর্থ’ই বলা যায় রাহুল দ্রাবিড়কে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে বিদায় নিয়েছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রানার্স। ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতার দারুণ সুযোগ ছিল। তার আগের সিরিজে ২-১ এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। সিরিজের বাকি একটি ম্যাচ দ্রাবিড়ের কোচিংয়ে। সেই ম্যাচ জিতে সিরিজ ড্র করে ইংল্যান্ড। চলছে এশিয়া কাপ। এরপর বিশ্বকাপ। প্রশ্ন উঠছে, দ্রাবিড় কি কোচ হিসেবে আরও একটা টার্ম থাকতে পারেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপে এখনও অবধি দুটি ম্যাচ খেলেছে ভারত। সুপার ফোরে ভারতের ম্যাচ ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ পাকিস্তান। গত বারের এশিয়া কাপে সাফল্য আসেনি। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার প্রস্তুতির সেরা সুযোগ এশিয়া কাপ। টুর্নামেন্টে ভালো ফল করতে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়বে ভারতীয় দলে। ভারত যদি এশিয়া কাপ এবং সবচেয়ে বড় কথা, বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল অবধি না যেতে পারলে, সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড়ের দৌড় হয়তো এই টুর্নামেন্টেই শেষ। জেতার পর বোর্ডের তরফে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে?

সংবাদ সংস্থা পিটিআইকে নামপ্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ভারত বিশ্বকাপ জিতলেও আমার মনে হয় না দ্রাবিড় আর কোচ থাকতে চাইবেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সেই সাফল্য নিয়েই শেষ করতে চাইবেন। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, বিশ্বকাপের পর ভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ নিয়ে ভাবা উচিত বোর্ডের। রাহুলকে লাল বলে কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলতে পারে বোর্ড।’

রাহুল দ্রাবিড়ের ‘রক্ষণাত্মক’ মানসিকতার জন্য কি এমন মনে করা হচ্ছে? রাহুল দ্রাবিড় শুধুমাত্র টেস্ট ফরম্যাটে কোচ থাকলে সাদা বলে কে! বিকল্প হিসেবে উঠে আসছে আশিস নেহরার নামও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবে নজর কেড়েছেন ‘নেহরা-জি’।