হারারে: বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বার খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। শক্তিশালী ব্যাটিং লাইন আপ। দক্ষ বোলিং আক্রমণ। প্রতিভার অভাব নেই ক্যারিবিয়ান শিবিরে। শুধু প্রতিভা থাকলেই যে হয় না, আরও এক বার পরিষ্কার হয়ে গেল। যোগ্যতা অর্জন টুর্নামেন্টে গ্রুপ পর্বে শেষ দু-ম্যাচে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের কাছে হেরে বিপদ বাড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্স রাউন্ডে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ। এর জন্য সতীর্থদের মানসিকতাকেই দায়ী করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে দু-বার করে বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ছাড়া প্রথম বার হতে চলেছে বিশ্বকাপ। অধিনায়ক শেই হোপ বলেন, ‘সত্যি বলতে, এখানে একটা বিষয় নয় যেটাকে দায়ী করতে পারি। পুরো টুর্নামেন্টেই আমরা ব্যর্থ হয়েছি। পুরোটাই মানসিকতা, তাগিদের অভাব। ফিল্ডিং দেখেই দলের মানসিকতা অনেকটা বোঝা যায়। ক্যাচ মিস হতেই পারে, ফিল্ডিংও খারাপ হতে পারে। কিন্তু আমরা মাঠে একশো শতাংশ দিতেই পারিনি। আমরা ভুলের পর ভুল করেছি।’
শুরু থেকেই এই অবধি ভুলে ভরা, এমনটাই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাঁর নামের সঙ্গে ‘হোপ’ শব্দটা থাকলেও, এ বারের বিশ্বকাপে আর সেই হোপ নেই ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক আরও যোগ করেন, ‘গোড়াতেই গলদ ছিল। দেশের মাটিতে আরও ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল। কোনওরকম প্রস্তুতি ছাড়াই শক্তিশালী দলের বিরুদ্ধে নামা সম্ভব নয়। রাতারাতি ভালো টিম হওয়া যায় না।’
টুর্নামেন্টে মন্দের ভালো পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। এখান থেকে কী ভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব! শেই হোপের কথায়, ‘নিজেদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করতে হবে। ইনিংসের শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। ম্যাচটা চ্যালেঞ্জিং হবে জানাই ছিল। টস অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু সেই বাধা পেরিয়ে এগনোর রাস্তা খুঁজে নিতে হত।’
বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেলেও বাকি দু-ম্যাচে ভালো পারফর্ম করে সমর্থকদের ভালো কিছু দিতে চান শেই হোপ। এখান থেকে আর কীই বা ভালো দেওয়া সম্ভব! বাকি দুই ম্যাচে জয়? ওয়েস্ট ইন্ডিজের মানসিকতা দেখে সেই ভরসাও যেন পাচ্ছে না কেউই।