T20 World Cup: আরও একটা বিশ্বকাপের ভেনু প্রকাশ, জেনে নিন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 20, 2023 | 3:35 PM

ICC MEN’S T20 WORLD CUP 2024: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে মার্কিন যুক্তরাষ্ট্র লেগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কোথায় হবে, জানিয়ে দেওয়া হল। মেজর লিগ ক্রিকেটের ফাইনাল আয়োজন করা ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়েছে। ফ্লোরিডায় সদ্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-টোয়েন্টি হয়েছে। সেই মাঠেও দেওয়া হয়েছে বিশ্বকাপের ম্যাচ। এ ছাড়া বিশ্বকাপের ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে।

T20 World Cup: আরও একটা বিশ্বকাপের ভেনু প্রকাশ, জেনে নিন বিস্তারিত
Image Credit source: ICC

Follow Us

দুবাই: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ৫ অক্টোবর শুরু হবে মূল টুর্নামেন্ট। তার আগে ওয়ার্ম ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দশটি দেশ। ভারতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে। শুক্রবার শুরু তিন ম্যাচের এই সিরিজ। একটা বিশ্বকাপের উন্মাদনার মাঝেই কার্যত ঢাকে কাঠি পড়ে গেল পরবর্তী বিশ্বকাপের! তবে সেটা ওয়ান ডে ফরম্যাটের নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। যৌথ ভাবে আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। মার্কিন যুক্তরাষ্ট্রে এ বারের প্রথম ক্রিকেটের বড় কোনও আসর বসতে চলেছে। স্বাভাবিক ভাবেই নজর রয়েছে, কোন ভেনুতে খেলা হবে। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। উদ্বোধনী MLC নজর কেড়েছে। তবে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি লিগ আর বিশ্বকাপ আয়োজনে বিরাট ফারাক।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে মার্কিন যুক্তরাষ্ট্র লেগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কোথায় হবে, জানিয়ে দেওয়া হল। মেজর লিগ ক্রিকেটের ফাইনাল আয়োজন করা ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়েছে। ফ্লোরিডায় সদ্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-টোয়েন্টি হয়েছে। সেই মাঠেও রয়েছে বিশ্বকাপের ম্যাচ। এ ছাড়া বিশ্বকাপের ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে।

বিশ্বকাপের আগে অনেকটা সময় রয়েছে। প্রথম বার মার্কিন মুলুকে বিশ্বকাপ। স্টেডিয়ামগুলিতে সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে। আয়োজক দেশ হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। মাঠে যেমন নজর কাড়তে মরিয়া তারা, তেমনই আয়োজনের দিক থেকেও।

Next Article