WPL 2024: বাবা ট্যাক্সি চালক, ইতিহাসের পাতায় মেয়ে

WPL 2024 Auction: মুম্বইয়ের জার্সিতে খেলার সুযোগ পেলেন বয়স ২৩ এর এই ক্রিকেটার। সেই সঙ্গে তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসেবে ডব্লিউপিএলের ডাক পেয়ে ইতিহাস লিখলেন কীর্থনা। ছেলেবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ। বাবা ট্যাক্সি চালান। সেই উপার্জন দিয়েই মেয়েকে ক্রিকেটার বানিয়েছেন। এ বার ডব্লিউপিএলের মঞ্চে নজর কাড়তে চলেছে মেয়ে।

WPL 2024: বাবা ট্যাক্সি চালক, ইতিহাসের পাতায় মেয়ে

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 10, 2023 | 4:17 PM

মুম্বই: পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠার কোনও বিকল্প নেই। তা আরও এক বার প্রমাণ করে দিলেন তামিলনাড়ুর কীর্থনা বালাকৃষ্ণান। শনিবার কীর্থনার কাছে এল ডব্লিউপিএলের ডাক। গতকাল, শনিবার মুম্বইয়ে বসেছিল ডব্লিউপিএলের নিলামের আসর। সেখানেই মুম্বইয়ের জার্সিতে খেলার সুযোগ পেলেন বয়স ২৩ এর এই ক্রিকেটার। সেই সঙ্গে তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসেবে ডব্লিউপিএলের ডাক পেয়ে ইতিহাস লিখলেন কীর্থনা। ছেলেবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ। বাবা ট্যাক্সি চালান। সেই উপার্জন দিয়েই মেয়েকে ক্রিকেটার বানিয়েছেন। এ বার ডব্লিউপিএলের মঞ্চে নজর কাড়তে চলেছে মেয়ে। স্বাভাবিকভাবেই আবেগ ধরে রাখতে পারছে না বালকৃষ্ণান পরিবার। কোথায় বেড়ে ওঠা কীর্থনার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।


ব্যাপ্তি এক বছর হলেও, শুরুতেই চমক দেখিয়েছে মেয়েদের প্রিমিয়ার লিগ। নতুন বছরে আসতে চলেছে ডব্লিউপিএলের তৃতীয় সংস্করণ। তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোরজোর। শনিবার মুম্বইতে বসেছিল ডব্লিউপিএলের নিলামের আসর। আর তাতেই মুম্বইয়ের জার্সিতে ডাক পেয়েছেন কীর্থনা। ১০ লক্ষ্য টাকার বিনিময়ে তাঁকে কিনেছে নীতা আম্বানির দল। এই প্রথম তামিলনাড়ু থেকে কোনও ক্রিকেটার ডব্লিউপিএলে ডাক পেলেন। প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দের বাবা টিএস মুকুন্দের অ্যাকাডেমিতে ছেলেবেলা থেকে ক্রিকেট শেখা। এরপর তামিলনাড়ুর মহিলা গলে সুযোগ পান। সেখান থেকে ইন্ডিয়ান গ্রিন ওমেন, সাউথ জোন ওমেন একের পর এক ধাপ পেরিয়ে অবশেষে এল ডব্লিউপিলের সুযোগ।