David Warner: সিডনিতে কেন অবসরর নেননি ওয়ার্নার? খোলসা করলেন স্ত্রী…

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Updated on: Mar 22, 2023 | 7:37 PM

Candice Warner: বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম দু-ম্য়াচে খেলেছিলেন ওয়ার্নার। তিন ইনিংসে তাঁর অবদান ১, ১০ ও ১৫। দিল্লি টেস্টে গুরুতর চোট পান।

David Warner: সিডনিতে কেন অবসরর নেননি ওয়ার্নার? খোলসা করলেন স্ত্রী...
Image Credit source: Instagram

Follow us on

চেন্নাই : অজি দলে সমালোচনায় বিদ্ধ ডেভিড ওয়ার্নার। বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশার পারফরম্য়ান্স এবং চোট। সিরিজের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন ওয়ার্নার। ওয়ান ডে সিরিজে তাঁকে পাওয়া নিয়ে সন্দেহ ছিল। অস্ট্রেলিয়ার কোচ অবশ্য় বর্ডার-গাভাসকর ট্রফির সময়ই নিশ্চিত করেন, ওয়ার্নার ফিরছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের মধ্য়ে কিংবদন্তি রিকি পন্টিংও এক হাত নিয়েছিলেন ওয়ার্নারকে। পন্টিংয়ের মতে, ওয়ার্নারের কেরিয়ারের শেষটা হতাশাজনক হচ্ছে। কেরিয়ারে একশোর বেশি টেস্ট খেলেছেন ওয়ার্নার। পারফরম্য়ান্স খুবই ভালো। সঠিক সময়ে অবসর নিয়ে কেরিয়ার আরও সুন্দর করতে পারতেন ওয়ার্নার। সিডনিতে কেরিয়ারের ১০১ তম টেস্টেই ওয়ার্নারের অবসর নেওয়া উচিত ছিল বলেও জানিয়েছিলেন রিকি পন্টিং। ওয়ার্নারের পারফরম্য়ান্স ক্রমশ খারাপের দিকে। কেন অবসর নেননি ডেভিড ওয়ার্নার? সেই তথ্যই খোলসা করলেন তাঁর স্ত্রী ক্য়ান্ডিস ওয়ার্নার। বিস্তারিত TV9Bangla-য়।

ডেভিড ওয়ার্নারের কাছে দারুণ সুযোগ ছিল ঘরের মাঠে সমর্থকদের সামনে অবসর নেওয়ার। তবে ডেভিডের মধ্য়ে এখনও দেশের হয়ে খেলার খিদেই অবসর নিতে দেয়নি, জানিয়েছেন তাঁর স্ত্রী ক্য়ান্ডিস। বলেন, ‘ওর মধ্যে দেশের হয়ে খেলার খিদে প্রচুর। এখনও অনেক কিছু বাকি রয়েছে, যা ও অর্জন করতে চায়। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করা।’ জুনে শুরু অ্যাসেজ সিরিজ। এ বার ইংল্যান্ডে খেলা। অ্যাসেজে খেলার জন্য মুখিয়ে ডেভিড ওয়ার্নার। ক্য়ান্ডিস আরও বলছেন, ‘নির্বাচক ও কোচ ওকে খেলাতে চান কিনা জানি না। যেটুকু আমি জানি, ওর মধ্যে খিদেটা এখনও প্রচুর। ও নিজেও জানে এখন নিয়মিত সুযোগ পাবে না। যেটুকুই সুযোগ মিলুক, পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে।’

বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম দু-ম্য়াচে খেলেছিলেন ওয়ার্নার। তিন ইনিংসে তাঁর অবদান ১, ১০ ও ১৫। দিল্লি টেস্টে গুরুতর চোট পান। কনকাশন পরিবর্ত হিসেবে খেলানো হয় ম্য়াট রেনশকে। এই তিন ইনিংসের হতাশাজনক পারফরম্য়ান্সের পরই সমালোচনার ঝড় ওঠে ডেভিড ওয়ার্নারকে নিয়ে। ক্য়ান্ডিস ওয়ার্নার আরও বলেন, ‘সারা বিশ্বে অনেক ফ্র্য়াঞ্চাইজি (টি-টোয়েন্টি) দলই রয়েছে। আইপিএল হোক কিংবা দুবাই লিগ, বিগ ব্য়াশ, এমন অনেক লিগ। ওর অনেক দায়িত্ব। তবে দেশের হয়ে খেলার জন্য় সবসময়ই দায়বদ্ধ।’

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla