David Warner: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেই কি ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 03, 2023 | 3:19 PM

Latest Updates of David Warner: আসন্ন সিরিজের জন্য ইতিমধ্য়েই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সব জল্পনার ইতি ঘটিয়ে এই সিরিজে দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। এই সিরিজেই হয়তো টেস্ট ক্রিকেটে শেষ বারের মতো দেখা যেতে পারে অজি তারকাকে। ওয়ার্নারের অবসর সম্পর্কে আর কী শোনা যাচ্ছে?

David Warner: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেই কি ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার?
ডেভিড ওয়ার্নার
Image Credit source: ছবি: X

Follow Us

নয়াদিল্লি:বিশ্বকাপ শেষ করে পার্থে পাকিস্তানের (Pakistan)  বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন সিরিজের জন্য ইতিমধ্য়েই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া (Australia) ক্রিকেট বোর্ড। সব জল্পনার ইতি ঘটিয়ে এই সিরিজে দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।এই সিরিজেই হয়তো টেস্ট ক্রিকেটে শেষ বারের মতো দেখা যেতে পারে অজি তারকাকে। ওয়ার্নারের অবসর সম্পর্কে আর কী শোনা যাচ্ছে? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের বিরুদ্ধে সবমিলিয়ে তিনটি টেস্ট খেলবে হলুদ ব্রিগেড। টেস্ট দলে থাকবেন কিনা একসময় প্রতিপক্ষর ত্রাস হয়ে ওঠা অজি তারকা, তা নিয়ে জল্পনা ছিলই। তবে সব জল্পনায় ইতি টেনেছে অজি শিবির। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দেখা যাবে অজি ওপেনারকে। তবে কি এই সিরিজের মাধ্যমেই ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার? চলতি বছরের জুলাই মাসে তাঁকে বলতে শোনা গিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেই ব্যাট-বল তুলে রাখবেন। তবে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের উপরই। পার্থ টেস্টে বড় কিছু না করতে পারলে হয়তো আর টেস্ট দলের সুযোগ আসবে না তাঁর কাছে।

 

চোট সারিয়ে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। এ ছাড়া পার্থ সিরিজে মাঠে নামছেন আরও এক তারকা স্পিনার টড মার্ফি। দলে রাখা হয়েছে ল্যান্স মরিসকেও। অন্যদিকে ওয়ার্নারের বিদায়ী সিরিজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন অজি কিংবদন্তি মিচেল জনসন। ‘স্যান্ডপেপারগেট’-র স্মৃতি উস্কে জনসন বলছেন, “টেস্টে রান না পাওয়া কুখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার কীভাবে নিজের ইচ্ছায় অবসরের অধিকার পাচ্ছে?” এখানেই শেষ নয়, আরও যোগ করেন, “যদিও স্যান্ডপেপারগেটে একা ছিল না ওয়ার্নার। তবে ও ক্ষমতার অপপ্রয়োগ করতে ভালবাসে। আর সেভাবেই বিদায়ের সিদ্ধান্ত নিচ্ছে। দেশের জন্য এটা লজ্জাজনক।”

 

Next Article