দ্বিতীয় টেস্টেও নেই ওয়ার্নার

sushovan mukherjee |

Dec 23, 2020 | 3:46 PM

মেলবোর্ন টেস্টেও নেই ডেভিড ওয়ার্নার। চোট আর কোভিড নিয়মের জন্য। একই কারণে পাওয়া যাচ্ছে না পেসার শন অ্যাবটকেও।

দ্বিতীয় টেস্টেও নেই ওয়ার্নার
মেলবোর্ন টেস্টের আগে ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। ছবি-টুইটার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টেও নেই ডেভিড ওয়ার্নার। চোট আর কোভিড নিয়মের জন্য। একই কারণে পাওয়া যাচ্ছে না পেসার শন অ্যাবটকেও। তৃতীয় টেস্টেও এই দু’জনকে টিমে পাওয়া যাবে কিনা, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।

ওয়ান ডে সিরিজের সময়ই কুঁচকিতে চোট পেয়েছিলেন ওয়ার্নার। টি-টোয়েন্টি সিরিজও যে কারণে খেলতে পারেননি। সিরিজের প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। ওই চোট এখনও পুরোপুরি সারেনি। সিডনিতে রিহ্যাব করছিলেন ওয়ার্নার। কিন্তু করোনার জন্য যে নতুন স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, তা মানার মতো পরিস্থিতি নেই সিডনিতে। যে কারণে তাঁকে টিমে ফেরানো হচ্ছে না। তবে, সিডনি থেকে মেলবোর্নে পাঠানো হয়েছে ওয়ার্নারকে। কোয়ারেন্টিন পর্ব সম্পূর্ণ করার জন্য। তাঁর সঙ্গে রয়েছেন অ্যাবটও।

আরও পড়ুন:অক্ষত থাকবে মেসির রেকর্ড, মত প্রাক্তনদের

ওপেনার ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়ার ব্যাটিং কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে। অ্যাডিলেড টেস্টেই তা দেখা গিয়েছে। দ্বিতীয় টেস্টেও তিনি খেলতে পারবেন না মানে, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কিছুটা হলেও চাপে থাকবে। এই দু’জনের পরিবর্তে অবশ্য নতুন কোনও প্লেয়ারকে টিমে নিচ্ছে না অস্ট্রেলিয়া।

Next Article