ICC ODI World Cup 2023: বিদায়বেলায় ইংল্যান্ডের পারফরম্যান্সের জন্য কাকে দায়ী করছেন মালান?
Dawid Malan: দলের এই পারফরম্যান্স বেশ কিছু তারকার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে। শনিবারের ম্য়াচে ইংরেজদের চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সান্তনা পুরস্কার নিয়েই ক্ষত ঢাকতে চায় ব্রিটিশ ব্রিগেড। শুক্রবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধেই হয়তো ইংল্যান্ডের জার্সিতে শেষ বার দেখা যাবে মালানকে। শেষে জানান, শেষ চারের স্বপ্ন নিয়ে ভারতে এসেছিল দল, ভাগ্য়ে যে শেষে এই লেখা থাকবে বুঝে উঠতে পারেননি।

কলকাতা: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভরাডুবি ইংল্যান্ডের। প্রাক্তন বিশ্বচ্য়াম্পিয়নদের এমন অবস্থা থেকে হতবাক ক্রিকেটপ্রেমীরা। সেমিএফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়েছে। থ্রি-লায়ন্সদের চোখ এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই লক্ষ্যে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি জস বাটলারের (Joss Buttler) দল। ইংল্যান্ডের এই পারফরম্য়ান্সের জন্য বেশ কিছু জিনিস কে দায়ী করছেন ডেভিড মালান। বিদায়বেলায় কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চলতি বিশ্বকাপে একের পর এক হার! সবমিলিয়ে ইংরেজদের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। বিদায়বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ ইংল্যান্ডের। এই বিশ্বকাপের পরই ইংল্য়ান্ডের স্বর্ণযুগের প্রতিনিধিদের অবসর। যার মধ্যে থাকতে পারেন ডেভিড মালানও। দলের এই পারফরম্য়ান্সে হতাশ তিনিও। হারের জন্য বেশ কিছু বিষয়কে দায়ী করছেন ইংলিশ তারকা। মালানের কথায়, “উইকেট, রান, কোনও কিছুই পাইনি আমরা। দলের বহু তারকার ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তা সত্ত্বেও সেভাবে কিছুই করে দেখানো গেল না। আমাদের জন্য এর থেকে দুর্ভাগ্যের আর কী হতে পারে!” দলের তারকারাও কার্যত এই বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। এই প্রসঙ্গে মালান বলেন, “বড় তারকাদের এই বিশ্বকাপে সংগ্রাম করতে হয়েছে। যা খুব একটা চোখে পড়ে না। তবে বলতে দ্বিধা নেই আমাদের পারফরম্যান্সে খামতি ছিল।”
দলের এই পারফরম্যান্স বেশ কিছু তারকার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে। শনিবারের ম্য়াচে ইংরেজদের চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সান্তনা পুরস্কার নিয়েই ক্ষত ঢাকতে চায় ব্রিটিশ ব্রিগেড। শুক্রবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধেই হয়তো ইংল্যান্ডের জার্সিতে শেষ বার দেখা যাবে মালানকে। শেষে জানান, শেষ চারের স্বপ্ন নিয়ে ভারতে এসেছিল দল, ভাগ্য়ে যে শেষে এই লেখা থাকবে বুঝে উঠতে পারেননি।





