নয়াদিল্লি : আরসিবির (RCB) বিরুদ্ধে কোহলির ‘ঘরের মাঠে’ বদলা নেওয়ার আগে বিরাট ধাক্কা দিল্লি শিবিরে। আজ, শনিবার রাতে রয়েছে আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ। প্রতিপক্ষ ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচের আগে মাথায় হাত পড়ল ডেভিড ওয়ার্নারের। কারণ অরুণ জেটলি স্টেডিয়ামে আজ পাওয়া যাবে না প্রোটিয়া তারকা পেসার অনরিখ নর্টজেকে (Anrich Nortje)। দিল্লি টিমের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। হঠাৎ করেই দেশে ফিরতে হয়েছে প্রোটিয়া তারকাকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে দিল্লির পারফরম্যান্স খুব আহামরি নয়। টানা হারের ধাক্কা সামলে যা-ও বা খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ক্যাপিটালস, তার মধ্যে ফের দুঃসংবাদ এল দিল্লি শিবিরে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জরুরি ব্যক্তিগত অবস্থার কারণে, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার অনরিখ নর্টজেকে শুক্রবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজ সন্ধ্যার ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।’
???????? ?????????
Owing to a personal emergency, Delhi Capitals fast bowler Anrich Nortje had to leave for South Africa late on Friday night. He will be unavailable for this evening’s game against Royal Challengers Bangalore. pic.twitter.com/lig7mfgLan
— Delhi Capitals (@DelhiCapitals) May 6, 2023
চলতি মরসুমে দিল্লির হয়ে এখনও অবধি ৯টি ম্যাচে খেলেছেন প্রোটিয়া তারকা পেসার অনরিখ নর্টজে। সেই ৯ ম্যাচে তাঁর প্রাপ্তি ৭ উইকেট। ২০২০ সাল থেকে দিল্লি দলের সঙ্গে রয়েছেন অনরিখ। আইপিএল-২০২৩ এর নিলামের আগে অনরিখকে রিটেন করে রেখেছিল দিল্লি। প্রসঙ্গত, ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের সবচেয়ে নীচে ধুঁকছে দিল্লি। আজকের ম্যাচ দিল্লির কাছে বদলার কারণ, চলতি আইপিএলে শেষ সাক্ষাতে আরিসিবি চিন্নাস্বামীতে হারিয়েছিল দিল্লিকে। এ বার নিজেদের ডেরায় গর্জন করে আরসিবিকে হারাতে মরিয়া দিল্লি।