DC vs CSK, IPL 2021 Match 57, Qualifier 1 Result:পন্থের দিল্লিকে হারিয়ে আইপিএল ফাইনালে ধোনির চেন্নাই

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 10, 2021 | 11:34 PM

DC vs CSK Live Score: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

DC vs CSK, IPL 2021 Match 57, Qualifier 1 Result:পন্থের দিল্লিকে হারিয়ে আইপিএল ফাইনালে ধোনির চেন্নাই
আইপিএল ফাইনালে ধোনির চেন্নাই

Follow Us

দুবাই: আইপিএলের (IPL) ৫৭তম ম্যাচে ও প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের এক নম্বর ও দু’নম্বরে থাকা দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই ছিল আজ।

টসে জিতে শুরুতে ঋষভ পন্থের দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ধোনি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে দিল্লি তোলে ১৭২ রান। চেন্নাইয়ের টার্গেট ছিল ১৭৩। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে দলকে ফাইনালে পৌঁছে দিলেন মহেন্দ্র সিং ধোনি।

হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়িয়ে পন্থের দিল্লির বিরুদ্ধে জয় তুলে নিল ধোনির ইয়েলোব্রিগেড। গুরু-শিষ্যের লড়াইয়ে এর আগে এ বারের আইপিএলে দু’বারই জিতেছিল পন্থের দিল্লি। তবে আজকের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ধোনিদের হারাতে পারল না দিল্লি।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 10 Oct 2021 11:19 PM (IST)

    আইপিএল-১৪-র ফাইনালে ধোনির চেন্নাই

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে দলকে ফাইনালে পৌঁছে দিলেন মহেন্দ্র সিং ধোনি।

  • 10 Oct 2021 11:11 PM (IST)

    মইন আলি আউট

    শেষ ওভারে এসে মইন আলির উইকেট হারাল চেন্নাই। ১৬ রান করে টম কারানের বলে আউট হলেন মইন।


  • 10 Oct 2021 11:10 PM (IST)

    টানটান শেষ ওভার

    ৬ বলে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ১৩ রান।

  • 10 Oct 2021 11:06 PM (IST)

    ঋতুরাজ আউট

    ৭০ রান করে মাঠ ছাড়লেন ঋতুরাজ আউট। আবেশ খান দিল্লিকে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিলেন।

  • 10 Oct 2021 10:57 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন রান ৩৫

  • 10 Oct 2021 10:47 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ১২১/৪

    জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ৩০ বলে ৫২ রান

  • 10 Oct 2021 10:45 PM (IST)

    রান আউট রায়ডু

    মাত্র ১ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়লেন অম্বাতি রায়ডু।

  • 10 Oct 2021 10:41 PM (IST)

    শার্দূল আউট

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন শার্দূল ঠাকুর। দিল্লিকে তৃতীয় উইকেট এনে দিলেন স্যাম কারান

  • 10 Oct 2021 10:39 PM (IST)

    ঋতুর হাফসেঞ্চুরি

    দিল্লির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

  • 10 Oct 2021 10:38 PM (IST)

    উথাপ্পা আউট

    ৬৩ রান করে আউট হলেন রবীন উথাপ্পা। টম কারান ফেরালেন উথাপ্পাকে। বাউন্ডারি লাইনের সামনে দুর্দান্ত ক্যাচ নিলেন শ্রেয়স আইয়ার।

  • 10 Oct 2021 10:28 PM (IST)

    চেন্নাইয়ের দলগত শতরান

    ১২.১ ওভারে সিএসকে দলগত শতরান পূর্ণ করল।

  • 10 Oct 2021 10:15 PM (IST)

    ১০ ওভারে চেন্নাই ৮১/১

    ক্রিজে ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন উথাপ্পা। জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ৯২ রান

  • 10 Oct 2021 10:14 PM (IST)

    উথাপ্পার হাফসেঞ্চুরি

    দুবাইতে দিল্লির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আইপিএল কেরিয়ারের ২৫তম অর্ধশতরান পূর্ণ করলেন রবীন উথাপ্পা।

  • 10 Oct 2021 09:55 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৫৯। সিএসকের জয়ের জন্য প্রয়োজন ১১৪ রান

  • 10 Oct 2021 09:51 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ৩৯/১

    খেলা বাকি ১৫ ওভারের। প্রথম ৫ ওভারে ১ উইকেট খুইয়ে চেন্নাই তুলেছে ৩৯ রান।

  • 10 Oct 2021 09:44 PM (IST)

    ৩ ওভারে সিএসকে ২০/১

    ৩ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ২০। জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ১৫৩ রান

  • 10 Oct 2021 09:34 PM (IST)

    ১ ওভারে চেন্নাই ৮/১

    প্রথম ওভারের চতুর্থ বলে ফাফ দু প্লেসির উইকেট হারায় চেন্নাই। ১ ওভারে সিএসকের স্কোর ১ উইকেটে ৮

  • 10 Oct 2021 09:32 PM (IST)

    দু প্লেসি আউট

    শুরুতেই দু প্লেসির উইকেট হারাল চেন্নাই। এনরিক নর্টজে দিল্লিকে প্রথম সাফল্য এনে দিলেন।

  • 10 Oct 2021 09:30 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ফাফ দু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড়

  • 10 Oct 2021 09:15 PM (IST)

    ১৭২ রানে থামল দিল্লি

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে দিল্লি তোলে ১৭২ রান। চেন্নাইয়ের টার্গেট ১৭৩।

  • 10 Oct 2021 09:12 PM (IST)

    পন্থের হাফসেঞ্চুরি

    ঋষভ পন্থ চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 10 Oct 2021 09:06 PM (IST)

    হেটমায়ার আউট

    ৩৭ রান করে মাঠ ছাড়লেন শিমরন হেটমায়ার। ডোয়েন ব্র্যাভোর বলে রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন হেটমায়ার

  • 10 Oct 2021 08:55 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে দিল্লির স্কোর ৪ উইকেটে ১৪১

    হেটমায়ার ৩০*, পন্থ ২৮*

  • 10 Oct 2021 08:41 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১১৪/৪

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম কোয়ালিফায়ারে ধোনির চেন্নাইকে কত রানের টার্গেট দেয় পন্থের দিল্লি নজর রাখতে হবে সেদিকেই।

  • 10 Oct 2021 08:20 PM (IST)

    পৃথ্বী আউট

    ৬০ রান করে আউট হলেন পৃথ্বী শ। রবীন্দ্র জাডেজা সিএসকেকে চতুর্থ উইকেট এনে দিলেন।

  • 10 Oct 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৭৯/৩

    খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে পৃথ্বী শ ও ঋষভ পন্থ।

    পৃথ্বী ৬০*, পন্থ ১*

  • 10 Oct 2021 08:15 PM (IST)

    অক্ষর প্যাটেল আউট

    মইন আলি ফেরালেন অক্ষর প্যাটেলকে। ১০ রানে আউট হলেন দিল্লির অলরাউন্ডার।

  • 10 Oct 2021 08:08 PM (IST)

    পৃথ্বী শ-র হাফসেঞ্চুরি

    প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পৃথ্বী শ। ২৭ বলে ৫০ রান করলেন পৃথ্বী

     

  • 10 Oct 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৫১ রান

  • 10 Oct 2021 08:00 PM (IST)

    শ্রেয়স আইয়ার আউট

    মাত্র ১ রান করে আউট হলেন শিখর ধাওয়ান। দিল্লিকে দ্বিতীয় ঝটকা দিলেন জস হ্যাজেলউড

  • 10 Oct 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৫০/১

    ভালো শুরু করেও চতুর্থ ওভারেই উইকেট হারিয়ে বসেছে দিল্লি ক্যাপিটালস। ৫ ওভারে দিল্লির স্কোর ১ উইকেটে ৫০

  • 10 Oct 2021 07:46 PM (IST)

    শিখর আউট

    মাত্র ৭ রান করে সাজঘরে ফিরলেন দিল্লির ওপেনার শিখর ধাওয়ান। দিল্লিকে প্রথম ধাক্কা দিলেন চেন্নাইয়ের জস হ্যাজেলউড

  • 10 Oct 2021 07:44 PM (IST)

    ৩ ওভারে দিল্লি ৩২/০

    প্রথম ৩ ওভারে বিনা উইকেটে দিল্লির স্কোর ৩২। তৃতীয় ওভার থেকে এসেছে ৩টি চার।

  • 10 Oct 2021 07:34 PM (IST)

    ১ ওভারে দিল্লি ৩/০

    প্রথম ওভারে স্কোরবোর্ডে ৩ রান তুলেছে দিল্লির ওপেনিং জুটি

  • 10 Oct 2021 07:30 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ।

  • 10 Oct 2021 07:12 PM (IST)

    ব্র্যাভোর ১৫০ তম ম্যাচ

    আজ ঋষভ পন্থের দিল্লির বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নামছেন ডোয়েন ব্র্যাভো।

  • 10 Oct 2021 07:11 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড।

     

  • 10 Oct 2021 07:09 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লির প্রথম একাদশে এক পরিবর্তন। রিপল প্যাটেলের বদলে দলে এসেছেন টম কারান।

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), টম কারান, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আভেশ খান, এনরিক নর্টজে।

  • 10 Oct 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল চেন্নাই সুপার কিংস

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি

  • 10 Oct 2021 06:38 PM (IST)

    পন্থদের হারানোই লক্ষ্য ধোনির ইয়েলোব্রিগেডের

    এ বারের আইপিএলে দুই দলের সাক্ষাৎে পন্থের দিল্লিই জিতেছে দু’বার। আজ কি ছবিটা পাল্টাতে পারবে ধোনির ইয়েলোব্রিগেড?

  • 10 Oct 2021 06:36 PM (IST)

    টিম দিল্লি তৈরি, আর আপনারা তৈরি তো?

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে দুবাইতে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার।

  • 10 Oct 2021 06:32 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৫ বার। দিল্লি ক্যাপিটালস জিতেছে ১০ বার।