DC vs KKR, IPL 2021 Match 25 Result: পৃথ্বী শ-র দাপুটে ব্যাটিংয়ে কেকেআরকে হারাল দিল্লি

DC vs KKR Live Score: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

DC vs KKR, IPL 2021 Match 25 Result: পৃথ্বী শ-র দাপুটে ব্যাটিংয়ে কেকেআরকে হারাল দিল্লি
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)

Apr 29, 2021 | 10:57 PM

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে ঋষভ পন্থ কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠান। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে কেকেআর ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৪। নাইটদের হয়ে সর্বোচ্চ রান করেন বার্থ ডে বয় আন্দ্রে রাসেল (৪৫)। শুভমন গিল করেছেন ৪৩ রান। ধাওয়ানদের টার্গেট ছিল ১৫৫। রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে, ২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ঋষভ পন্থরা। পৃথ্বী শ-র ৮২ রানের দুর্ধর্ষ ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। পয়েন্ট টেবলের ২ নম্বরে পৌঁছে গেল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Apr 2021 10:46 PM (IST)

    ৭ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস

    ২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ঋষভ পন্থরা

  • 29 Apr 2021 10:41 PM (IST)

    পন্থ ফিরলেন সাজঘরে

    ১৬ রান করে মাঠ ছাড়লেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ

  • 29 Apr 2021 10:38 PM (IST)

    পৃথ্বী আউট

    ৮২ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন পৃথ্বী শ। প্যাট কামিন্সের বলে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন পৃথ্বী

  • 29 Apr 2021 10:35 PM (IST)

    জয়ের জন্য প্রয়োজন ৯ রান

    ১৫ ওভারে দিল্লির স্কোর ১৪৬/১

  • 29 Apr 2021 10:29 PM (IST)

    শিখরের উইকেট হারাল দিল্লি

    ৪৬ রান করে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান। প্যাট কামিন্সের বলে হাফ সেঞ্চুরির আগে আউট হলেন গব্বর

  • 29 Apr 2021 10:12 PM (IST)

    দিল্লির শতরান

    ১০.৩ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল

  • 29 Apr 2021 10:10 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৯৫/০

    খেলা বাকি ১০ ওভারের। দিল্লির জয়ের জন্য প্রয়োজন ৬০ রান।

  • 29 Apr 2021 10:00 PM (IST)

    পৃথ্বীর হাফ সেঞ্চুরি

    ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ পৃথ্বী শ-র

  • 29 Apr 2021 09:52 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৬৭

  • 29 Apr 2021 09:50 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৬৬/০

    দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী শ। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৬৬ রান

  • 29 Apr 2021 09:24 PM (IST)

    দিল্লি ক্যাপিটালসের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ

  • 29 Apr 2021 09:08 PM (IST)

    দিল্লির টার্গেট ১৫৫

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে কেকেআর ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৫৪।

  • 29 Apr 2021 08:54 PM (IST)

    বাকি ৩ ওভার

    ১৭ ওভারে কেকেআরের স্কোর ৬ উইকেটে ১১২

  • 29 Apr 2021 08:51 PM (IST)

    কার্তিকের উইকেট হারাল কেকেআর

    অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হলেন দীনেশ কার্তিক। ১৪ রান করে ফিরলেন তিনি

  • 29 Apr 2021 08:46 PM (IST)

    কেকেআরের শতরান

    ১৫.২ ওভারে কেকেআরের দলগত শতরান পূর্ণ

  • 29 Apr 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ৯৫/৫

    ক্রিজে রাসেল-কার্তিক। খেলা বাকি ৫ ওভারের

  • 29 Apr 2021 08:32 PM (IST)

    গিল আউট

    আবেশ খানের বলে ৪৩ রান করে আউট হলেন শুভমন গিল

  • 29 Apr 2021 08:21 PM (IST)

    নারিন ফিরলেন সাজঘরে

    মর্গ্যানের পর নারিনকে ফেরালেন ললিত যাদব

  • 29 Apr 2021 08:20 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল কেকেআর

    কোনও রান না করেই আউট হলেন ইওন মর্গ্যান

  • 29 Apr 2021 08:19 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৭৩/২

    খেলা বাকি ১০ ওভারের। ঋষভদের কত রানের টার্গেট দিতে পারেন মর্গ্যানরা, সেটা দেখার অপেক্ষায় রয়েছে সকলেই।

  • 29 Apr 2021 08:15 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    ১৯ রান করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী

  • 29 Apr 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে কলকাতা তুলেছে ৪৫ রান।

  • 29 Apr 2021 07:57 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৩২/১

    ক্রিজে গিল-ত্রিপাঠী

  • 29 Apr 2021 07:49 PM (IST)

    নীতিশকে ফেরালেন অক্ষর

    ১৫ রান করে সাজঘরে ফিরলেন নীতিশ রানা

  • 29 Apr 2021 07:31 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন নীতিশ রানা ও শুভমন গিল

  • 29 Apr 2021 07:20 PM (IST)

    নীতিশ রানার ৫০তম আইপিএল ম্যাচ

    দিল্লির বিরুদ্ধে নীতিশ রানা তাঁর কেরিয়ারের ৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামছেন

  • 29 Apr 2021 07:16 PM (IST)

    দুই দলের প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রের কাঁধের চোটের জন্য তার পরিবর্ত হিসেবে দলে এসেছেন ললিত যাদব

  • 29 Apr 2021 07:05 PM (IST)

    টস আপডেট

    টস জিতল দিল্লি। ফিল্ডিং বেছে নিয়েছেন ঋষভ পন্থ

  • 29 Apr 2021 06:47 PM (IST)

    দ্বৈরথের জন্য তৈরি দুই দল

    মোতেরায় আজ মুখোমুখি ঋষভ পন্থ ও ইওন মর্গ্যান।