DC vs LSG , IPL 2022 Match 45 Result: জিতে প্লে অফের দোরগোড়ায় লখনউ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 01, 2022 | 7:45 PM

Delhi Capitals vs Lucknow Super Giants Live Score in Bangla: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

DC vs LSG , IPL 2022 Match 45 Result: জিতে প্লে অফের দোরগোড়ায় লখনউ
দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস।

Follow Us

মুম্বই: আইপিএলে (IPL 2022) ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয় লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)।  টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত লখনউয়ের অধিনায়ক কেএল রাহুলের। শুরুটা ভালোই করে লখনউ। রাহুল-ডি’কক ওপেনিং জুটিতে ওঠে ৪২ রান। শার্দূল ঠাকুরের বলে ব্যক্তিগত ২৩ রানে ক্যাচ আউট হন কুইন্টন ডি’কক। তবে দিল্লির ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন লোকেশ রাহুল-দীপক হুডা জুটি। সাকারিয়া, কুলদীপ, অক্ষরদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন লখনউয়ের এই দুই হার্ড হিটার ব্যাটার। ব্যক্তিগত ৫২ রানে শার্দূল ঠাকুরের বলে কট অ্যান্ড বোল্ড আউট দীপক হুডা। ৭৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন লোকেশ রাহুল। ইনিংসে সাজানো ৫টা ছয় আর ৪টে চার। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। রান তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বী শ-র উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ব্যক্তিগত ৯ রানে দুষ্মন্ত চামিরার বলে ক্যাচ আউট হন পৃথ্বী। মহসিন খানের বলে ৩ রানে আউট ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত ৩৭ রানে রবি বিষ্ণোইয়ের বলে আউট মিচেল মার্শ। দ্রুত ফিরে যান ললিত যাদবও। শেষ দিকে কিছুটা লড়াই চালান অক্ষর প্যাটেল। তবে শেষরক্ষা করতে পারেননি। ৬ রানে ম্যাচ জিতে প্লে অফের দোরগোড়ায় লখনউ সুপারজায়ান্টস।

Key Events

জিতে প্লে অফের পথে লখনউ

৬ রানে দিল্লিকে হারাল লখনউ সুপার জায়ান্টস

দুরন্ত লোকেশ রাহুল

৫১ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস কেএল রাহুলের

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 01 May 2022 07:36 PM (IST)

    দিল্লিকে হারাল লখনউ

    ৬ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের পথে লখনউ সুপার জায়ান্টস

  • 01 May 2022 07:08 PM (IST)

    রভম্যান পাওয়েল আউট

    মহসিন খানের বলে ৩৫ রানে আউট রভম্যান পাওয়েল


  • 01 May 2022 07:00 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    • ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ১৩৫/৫
    • জয়ের জন্য দিল্লির দরকার ৩০ বলে ৬১ রান
  • 01 May 2022 06:48 PM (IST)

    আউট ঋষভ পন্থ

    মহসিন খানের বলে ৪৪ রানে বোল্ড আউট ঋষভ পন্থ

     

     

  • 01 May 2022 06:32 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৯৪/৪

    • পাওয়েল ব্যাটিং ৪
    • পন্থ ব্যাটিং ৪২
  • 01 May 2022 06:19 PM (IST)

    মিচেল মার্শ আউট

    কৃষ্ণাপ্পা গৌতমের বলে ৩৭ রানে ক্যাচ আউট মার্শ

     

     

  • 01 May 2022 06:10 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    ৬ ওভার শেষে দিল্লির স্কোর ৬৬/২

    • মার্শ ব্যাটিং ৩১
    • পন্থ ব্যাটিং ২৭
  • 01 May 2022 05:43 PM (IST)

    পৃথ্বী শ আউট

    চামিরার বলে ব্যক্তিগত ৫ রানে আউট পৃথ্বী শ

  • 01 May 2022 05:21 PM (IST)

    লখনউয়ের ইনিংস শেষ

    ২০ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৯৫/৩

  • 01 May 2022 05:11 PM (IST)

    আউট কেএল রাহুল

    শার্দূল ঠাকুরের বলে ৭৭ রানে ক্যাচ আউট লোকেশ রাহুল

     

     

  • 01 May 2022 04:50 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৪৫/২

    • রাহুল ব্যাটিং ৫৪
    • স্টোয়নিস ব্যাটিং ৪
  • 01 May 2022 04:45 PM (IST)

    দীপক হুডা আউট

    শার্দূল ঠাকুরের বলে ৫২ রানে আউট দীপক হুডা

     

     

  • 01 May 2022 04:40 PM (IST)

    দীপক হুডার হাফসেঞ্চুরি

    ৩২ বলে অর্ধ শতরান দীপক হুডার

  • 01 May 2022 04:35 PM (IST)

    রাহুলের হাফসেঞ্চুরি

    দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি লোকেশ রাহুলের

     

     

  • 01 May 2022 04:28 PM (IST)

    ১২ ওভারের খেলা শেষ

    ১২ ওভার শেষে লখনউয়ের স্কোর ১১৭/১

    • রাহুল ব্যাটিং ৪৪
    • দীপক ব্যাটিং ৪৫
  • 01 May 2022 04:03 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    ৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫৭/১

    • রাহুল ব্যাটিং ১৮
    • দীপক ব্যাটিং ১২
  • 01 May 2022 03:54 PM (IST)

    কুইন্টন ডি’কক আউট

    শার্দূল ঠাকুরের বলে ২৩ রানে ক্যাচ আউট ডি’কক

     

     

  • 01 May 2022 03:36 PM (IST)

    দুই দলের একাদশ

    এক নজরে দুই দলের এগারো

     

     

  • 01 May 2022 03:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত  লখনউ সুপার জায়ান্টসের