DC vs RCB IPL 2021 Match 22 Result : টানটান ম্যাচে ১ রানে জয় বিরাটদের

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 27, 2021 | 11:33 PM

DC vs RCB Live Score: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

DC vs RCB IPL 2021 Match 22 Result : টানটান ম্যাচে ১ রানে জয় বিরাটদের
মুখোমুখি বিরাট কোহলি ও ঋষভ পন্থ।

Follow Us

মোতেরায় আজ আইপিএলের (IPL) ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টানটান ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১ রানে হারাল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে বিরাটের দল। অপরাজিত ৭৫ রানের ইনিংস এবি ডেভিলিয়ার্সের। জাবেব শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে যায় দিল্লি ক্যাপিটালস। ঋষভ ও হেটমায়ারের দাপুটে ব্যাটিংয়েও ম্যাচ জিতেত পারল না রাজধানী শহর।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Apr 2021 11:21 PM (IST)

    শেষ ওভারে ম্যাচ জয় আরসিবির

    ১ রানে ঋষভের দিল্লি ক্যাপিটালসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স

  • 27 Apr 2021 11:13 PM (IST)

    ৬ বলের খেলা

    ১৪ রান চাই দিল্লি ক্যাপিটালসের। ক্রিজে ঋষভ ও হেটমায়ার


  • 27 Apr 2021 11:08 PM (IST)

    ১২ বলে চাই ২৫ রান

    শেষ ২ ওভারের খেলা বাকি। ম্যাচ জিততে ১২ বলে ২৫ রান চাই দিল্লি ক্যাপিটালসের।

  • 27 Apr 2021 10:58 PM (IST)

    ৪ ওভারের খেলা বাকি

    ২৪ বলে ৫৬ রান চাই ঋষভ পন্থদের। ক্রিজে আছেন দিল্লি অধিনায়ক।

  • 27 Apr 2021 10:29 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    শেষ ৬০ বলে দিল্লির চাই ১১০ রান

  • 27 Apr 2021 10:04 PM (IST)

    শেষ পাওয়ার প্লে

    ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের রান ৪৩/২

  • 27 Apr 2021 09:57 PM (IST)

    পরপর উইকেট হারিয়ে চাপে দিল্লি

    প্রথম ৫ ওভারের মধ্যেই জোড়া উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। আউট শিখর ধাওয়ান ও স্টিভ স্মিথ।

  • 27 Apr 2021 09:40 PM (IST)

    ঝড়ের জন্য খেলা শুরু হতে দেরি

    হঠাৎ আসা ঝড়ে খেলা শুরু হতে সামান্য দেরি।

  • 27 Apr 2021 09:36 PM (IST)

    মাঠে নামলেন দিল্লির দুই ওপেনার

    শিখর ধাওয়ান ও পৃথ্বী শায়ের ব্যাটে ভর করে ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামলেন দুই ওপেনার

  • 27 Apr 2021 09:08 PM (IST)

    দিল্লির টার্গেট ১৭২

    ২০ ওভারে ১৭১ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ৭৫ রানে অপরাজিত এবিডি। শেষ ওভারে এল ২৩ রান।

  • 27 Apr 2021 08:57 PM (IST)

    এবির ৫ হাজার রান

    আইপিএলে এবি ডেভিলিয়ার্সের ৫ হাজার রান।

  • 27 Apr 2021 08:40 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান আরসিবির। ক্রিজে এবি ও সুন্দর।

  • 27 Apr 2021 08:21 PM (IST)

    ১০ ওভার শেষ

    ১০ ওভার শেষে বিরাটের দলের রান  ৬৭/৩

  • 27 Apr 2021 08:20 PM (IST)

    ১০ ওভার শেষে বিরাটের দলের রান  ৬৭/৩

  • 27 Apr 2021 08:04 PM (IST)

    ৬ ওভার শেষে ২ উইকেটে ৩৬

    ক্রিজে ম্যাক্সওয়েল আর রজত

  • 27 Apr 2021 07:54 PM (IST)

    আউট পাড়িক্কল

    ইশান্তের বলে আউট হয়ে ফিরলেন দেবদত্ত পাড়িক্কল

  • 27 Apr 2021 07:52 PM (IST)

    জোড়া ধাক্কা কোহলিদের

    পরপর ২ বলে আউট দেবদত্ত পাড়িক্কল

  • 27 Apr 2021 07:51 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্সে ধাক্কা

    ১২ রানে আউট কোহলি

  • 27 Apr 2021 07:40 PM (IST)

    ভাল শুরু কোহলিদের

    ২ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্সের রান ১৬

  • 27 Apr 2021 07:17 PM (IST)

    দুই দলের প্রথম একাদশ

    এক নজরে দেখা যাক দিল্লি ও ব্যাঙ্গালোরের প্রথম একাদশ।

  • 27 Apr 2021 07:04 PM (IST)

    টস জিতল দিল্লি ক্যাপিটালস

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের।