DC vs SRH Highlights, IPL 2023: দিল্লিতে ‘সানরাইজ’, হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়াল হায়দরাবাদ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 29, 2023 | 11:34 PM

Delhi Capitals vs Sunrisers Hyderabad, IPL Live Score in Bengali: দেখুন চলতি আইপিএলে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস ও এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

DC vs SRH Highlights, IPL 2023: দিল্লিতে সানরাইজ, হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়াল হায়দরাবাদ
অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

নয়াদিল্লি : হইহই করে এগিয়ে চলেছে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। আগামী ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন শনিবার আর রবিবার মানেই আইপিএলের ডবল ধামাকা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। দ্বিতীয় ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। টানা পাঁচ ম্যাচে হারের পর শেষ দুটি ম্যাচে জিতেছিল দিল্লি ক্যাপিটালস (DC vs SRH)। হায়দরাবাদ পরপর তিন ম্যাচে হেরেছিল। ফিরতি লড়াইয়ে বাজিমাত সানরাইজার্স হায়দরাবাদের। ঘরের মাঠে দিল্লির কাছে হেরেছিল তারা। দিল্লির ডেরায় তাদের মাত্র ৯ রানে হারাল সানরাইজার্স। পাশাপাশি হারের হ্যাটট্রিক থেকেও ঘুরে দাঁড়াল। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Key Events

জয়ের হ্যাটট্রিক হল না দিল্লির?

২০২২ থেকে দিল্লির কাছে টানা হেরেছিল সানরাইজার্স। প্রথম লেগে ঘরের মাঠে হারলেও, দিল্লির মাঠে বদলা নিল সানরাইজার্স।

অভিষেকের ‘ক্লাস’ পারফরম্য়ান্স

বিধ্বংসী হাফসেঞ্চুরি হেনরিখ ক্লাসেনের। অভিষেক শর্মার অলরাউন্ড পারফরম্যান্সে জিতল সানরাইজার্স।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Apr 2023 11:17 PM (IST)

    এক নজরে

    • সানরাইজার্সের মাঠে কয়েকদিন আগেই জিতেছিল দিল্লি ক্যাপিটালস।
    • দিল্লির মাঠে তারই বদলা নিল সানরাইজার্স হায়দরাবাদ।
    • মাত্র ৯ রানের রুদ্ধশ্বাস জয় সানরাইজার্সের।
    • শেষ দিকে অক্ষর প্যাটেল চেষ্টা করেছিলেন। তবে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি।
    • লক্ষ্য ছিল ১৯৮। দিল্লি ১১২-১ থেকে ১৪৮-৬। এখানেই ম্যাচ থেকে যেন ছিটকে যায়।
    • তবুও অক্ষর ক্রিজে থাকায় ক্ষীণ আশা ছিল।
    • হায়দরাবাদের স্পিনাররা, বিশেষ করে অভিষেক শর্মা এবং মায়াঙ্ক মার্কন্ডের অনবদ্য বোলিং।
    • ব্যাট হাতে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস, বল হাতে ১ উইকেট। অভিষেকের অলরাউন্ড পারফরম্যান্স।
  • 29 Apr 2023 11:11 PM (IST)

    বদলা-পুর

    ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির মাঠে বদলা সম্পূর্ণ করল। পাশাপাশি হারের হ্যাটট্রিক থেকেও ঘুরে দাঁড়াল হায়দরাবাদ। ৯ রানের রুদ্ধশ্বাস জয় সানরাইজার্সের।


  • 29 Apr 2023 11:04 PM (IST)

    অনবদ্য নটরাজন

    ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং। স্লগ ওভারে সবচেয়ে কার্যকর, ইয়র্কার। সেটাই কাজে লাগালেন নটরাজন। ১৯তম ওভারে দিলেন মাত্র ৯ রান। শেষ ওভারে ভুবি।

  • 29 Apr 2023 11:00 PM (IST)

    জয় সম্ভব!

    ১২ বলে প্রয়োজন ৩৫ রান। ক্রিজে অক্ষর প্য়াটেল থাকায় আশা ছাড়েনি দিল্লি ক্য়াপিটালস। যদিও খুবই কঠিন লক্ষ্য।

  • 29 Apr 2023 10:46 PM (IST)

    প্রিয়মের উইকেট মায়াঙ্কের খাতায়

    প্রিয়ম গর্গের উইকেট তুলে নিলেন মায়াঙ্ক মার্কণ্ডেয়। ৯ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন প্রিয়ম।

  • 29 Apr 2023 10:42 PM (IST)

    দিল্লির ইনিংস বাকি ৫ ওভার

    • দিল্লির ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
    • প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলেছে দিল্লি।
    • বাকি থাকা ৫ ওভারে ওয়ার্নারের দল বাকি থাকা রান তুলতে পারে কিনা সেটাই দেখার।
    • জিততে হলে এখনও দিল্লির প্রয়োজন ৩০ বলে ৬০ রান।
  • 29 Apr 2023 10:33 PM (IST)

    মার্শের বড় উইকেট হারাল দিল্লি

    ৩৯ বলে ৬৩ রান করে মাঠ ছাড়লেন মিচেল মার্শ। হায়দরাবাদকে চতুর্থ সাফল্য এনে দিলেন আকিল হোসেইন।

  • 29 Apr 2023 10:28 PM (IST)

    মনীশ আউট

    অভিষেক শর্মা তুলে নিলেন মনীশ পান্ডের উইকেট। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন মনীশ।

  • 29 Apr 2023 10:23 PM (IST)

    সল্টকে ফেরালেন মায়াঙ্ক

    মায়াঙ্ক মার্কণ্ডেয় তুলে নিলেন ফিল সল্টের উইকেট। দ্বিতীয় ধাক্কা খেল দিল্লি।

  • 29 Apr 2023 10:22 PM (IST)

    মার্শের হাফসেঞ্চুরি

    ফিল সল্টের পর মিচেল মার্শও হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন। ২৮ বলে অর্ধশতরান করলেন মার্শ।

  • 29 Apr 2023 10:14 PM (IST)

    ফিল সল্টের হাফসেঞ্চুরি

    ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ফিল সল্ট। এটি তাঁর আইপিএলের কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।

  • 29 Apr 2023 09:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    দিল্লির ইনিংসের পাওয়ার প্লে শেষ। প্রথম ৬ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।

  • 29 Apr 2023 09:52 PM (IST)

    দিল্লির ইনিংসের ৫ ওভারের খেলা শেষ

    শুরুর ৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জিততে হলে দিল্লির চাই ৯০ বলে ১৫২ রান।

  • 29 Apr 2023 09:42 PM (IST)

    ৩ ওভারে দিল্লি ২৩/১

    দিল্লির ইনিংসের ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে দিল্লি।

  • 29 Apr 2023 09:31 PM (IST)

    ওয়ার্নার আউট

    দ্বিতীয়  বলেই ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। শুরুতেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস।

  • 29 Apr 2023 09:29 PM (IST)

    রান তাড়া করতে নামল দিল্লি

    জয়ের হ্যাটট্রিক করতে হলে দিল্লিকে তুলতে হবে ১৯৮ রান। টার্গেট তাড়া করতে নামল দিল্লি ক্যাপিটালস। ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট।

  • 29 Apr 2023 09:14 PM (IST)

    হায়দরাবাদ থামল ১৯৭ রানে

    প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের টার্গেট ১৯৮ রান।

  • 29 Apr 2023 09:10 PM (IST)

    ক্লাসেনের ক্লাসিক ইনিংস

    ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন হেনরিখ ক্লাসেন।

  • 29 Apr 2023 09:09 PM (IST)

    ইমপ্যাক্ট প্লেয়ার

    ইশান্ত শর্মার জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেন সরফরাজ খান।

  • 29 Apr 2023 09:01 PM (IST)

    হাফসেঞ্চুরির পথে ক্লাসেন

    দুরন্ত ছন্দে রয়েছেন হেনরিখ ক্লাসেন। ১৮ ওভার শেষে ক্লাসেন রয়েছেন ২২ বলে ৪৩ রানে।

  • 29 Apr 2023 08:56 PM (IST)

    সামাদ আউট

    মিচেল মার্শ তুলে নিলেন আব্দুল সামাদের উইকেট। ২১ বলে ২৮ রান করে ড্রেসিংরুমে ফিরলেন আব্দুল।

  • 29 Apr 2023 08:49 PM (IST)

    হায়দরাবাদের আর ৫ ওভার বাকি

    হায়দরাবাদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ। শুরুর ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে হায়দরাবাদ। এ বার দেখার বাকি থাকা ৫ ওভারে কত রান তোলে হায়দরাবাদ।

  • 29 Apr 2023 08:33 PM (IST)

    অভিষেক আউট

    ছন্দে থাকা অভিষেক শর্মাকে ফেরালেন অক্ষর প্যাটেল। পঞ্চম ধাক্কা খেল হায়দরাবাদ।

  • 29 Apr 2023 08:24 PM (IST)

    হায়দরাবাদের ১০ ওভারে খেলা শেষ

    • হায়দরাবাদের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • ইনিংসের মাঝপথে ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে হায়দরাবাদ।
    • ক্রিজে হেনরিখ ক্লাসেন ও অভিষেক শর্মা।
  • 29 Apr 2023 08:20 PM (IST)

    অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন আউট

    অরেঞ্জ আর্মির অধিনায়ক এইডেন মার্করামকে ফেরালেন মিচেল মার্শ। ১৩ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন মার্করাম।

  • 29 Apr 2023 08:10 PM (IST)

    অভিষেকের হাফসেঞ্চুরি

    ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অভিষেক শর্মা।

  • 29 Apr 2023 08:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • হায়দরাবাদের ইনিংসের ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লে-র শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৬২।
    • দুরন্ত গতিতে এগোচ্ছেন অভিষেক শর্মা। ২৩ বল খেলে ৪৩* রানে রয়েছেন তিনি।
  • 29 Apr 2023 07:59 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৪৬/২

    হায়দরাবাদের ইনিংসের ৫ ওভারের খেলা শেষ। ক্রিজে অভিষেক শর্মা ও ক্যাপ্টেন এইডেন মার্করাম।

  • 29 Apr 2023 07:58 PM (IST)

    দ্বিতীয় ধাক্কা খেল হায়দরাবাদ

    দিল্লির মিচেল মার্শ তুলে নিলেন রাহুল ত্রিপাঠীর উইকেট। ৬ বলে ১০ রান করে মাঠ ছেড়েছেন রাহুল। দ্বিতীয় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ।

  • 29 Apr 2023 07:45 PM (IST)

    প্রথম ধাক্কা খেল হায়দরাবাদ

    ইশান্তের বাউন্সার সামলাতে পারলেন না মায়াঙ্ক আগরওয়াল। ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন মায়াঙ্ক।

  • 29 Apr 2023 07:30 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    অরেঞ্জ আর্মির হয়ে ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও অভিষেক শর্মা। বোলিংয়ে সূচনায় ইশান্ত শর্মা।

  • 29 Apr 2023 07:10 PM (IST)

    DC এর একাদশ

    দিল্লির একাদশ – ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট, মিচেল মার্শ, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, প্রিয়ম গর্গ, রিপল প্যাটেল, কুলদীপ যাদব, অনরিখ নর্টজে, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।

    সাবস্টিটিউট – সরফরাজ খান, ললিত যাদব, অভিষেক পোড়েল, খলিল আহমেদ ও প্রবীন দুবে।

  • 29 Apr 2023 07:07 PM (IST)

    SRH এর একাদশ

    হায়দরাবাদের একাদশ – মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, আব্দুল সামাদ, মায়াঙ্ক মার্কণ্ডেয়, ভুবনেশ্বর কুমার, আকিল হোসেইন ও উমরান মালিক।

    সাবস্টিটিউট – মার্কো জ্যানসেন, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক ডাগার ও টি নটরাজন।

  • 29 Apr 2023 07:01 PM (IST)

    টস আপডেট

    দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম।

  • 29 Apr 2023 06:55 PM (IST)

    নজরে মাইলস্টোন…

    নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএলে DC vs SRH ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। প্রসঙ্গত, এই দু’টো দল নিজেদের শেষ ম্যাচে একে অপরের বিরুদ্ধে নেমেছিল। দিল্লি সেই ম্যাচে জিতেছিল। তাই আজকের ম্যাচ অরেঞ্জ আর্মির জন্য বদলার ম্যাচ।

    পড়ুন বিস্তারিত – DC vs SRH, IPL 2023 : রোভম্যান-মার্করামদের সামনে একঝাঁক রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ

  • 29 Apr 2023 06:45 PM (IST)

    অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ওয়ার্নারের ব্যাট জ্বলে উঠবে?

    প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ হলে যেন বাড়তি তাগিদ কাজ করে ডেভিড ওয়ার্নারের সামনে। ছিলেন দলের ক্যাপ্টেন, হঠাৎই নেতৃত্ব যায়। সতীর্থদের জন্য জল, সরঞ্জামও বয়েছেন। এরপর টিম থেকেও বাদ পড়েন। ডেভিড ওয়ার্নার এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হলেই যেন বাড়তি কিছু চোখে পড়ে।

    পড়ুন বিস্তারিত – DC vs SRH IPL 2023 Match Prediction: জয়ের হ্যাটট্রিকের হাতছানি দিল্লির, ওয়ার্নারের সামনে প্রাক্তন দল

  • 29 Apr 2023 06:37 PM (IST)

    চতুর্থ হার নাকি ২ পয়েন্ট পাবে অরেঞ্জ আর্মি?

    হারের হ্যাটট্রিক করে ফেলেছে হায়দরাবাদ। আজ কি ২ পয়েন্ট পাবে মার্করামের দল?

  • 29 Apr 2023 06:35 PM (IST)

    জয়ের হ্যাটট্রিক কি হবে দিল্লির?

    টানা ৫ ম্যাচে হারের পর শেষ ২টো ম্যাচে জিতেছে দিল্লি। আজ কি জয়ের হ্যাটট্রিক হবে ওয়ার্নারদের?

  • 29 Apr 2023 06:32 PM (IST)

    শনিরাতে মুখোমুখি দিল্লি-হায়দরাবাদ

    আর এক ঘণ্টা পর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।