মুম্বই: অবশেষে ঢাকে কাঠি পড়তে চলেছে মহিলা ডব্লিউপিএলের (WPL)। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট জায়ান্টস (Gujrat Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচের আগেই বড় ধাক্কা জায়ান্টসদের। অসুস্থতার কারণে প্রথম ম্যাচ তো বটেই, এমনকি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ক্যারিবিয়ান পেসার ডিয়ান্ড্রা ডটিন (Deandra Dottin)। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাকের অন্যতম মুখ ছিলেন তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজির তরফে ইতিমধ্যেই তাঁর পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে এক অজি পেসারের নাম। কে এই অজি পেসার? জেনে নিন বিস্তারিত TV9 Bangla-য়।
ডিয়ান্ড্রা ডটিনের পরিবর্ত হিসেবে দলে আসছেন অজি পেসার কিমবারলে গার্থ। ব্যাট হাতেও কামাল করার ক্ষমতা রাখেন তিনি। এ দিন গুজরাট জায়ান্টসদের পক্ষ থেকে একটি টুইট করে গার্থের অন্তর্ভুক্তির খবর প্রকাশ্যে আনা হয়।ডব্লিউপিএলের নিলামে ‘আনসোল্ড’ থাকলেও সদ্য সমাপ্ত হওয়া টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন কিম। যদিও বিশ্বকাপে মাত্র দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন তিনি। ৬০ লক্ষ টাকার বিনিময়ে জায়ান্টসে খেলার কথা ছিল ডটিনের। কিন্তু সেই আশা শেষ হয়ে গেল তাঁর। এ বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি পুরোটাই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। উনি যা চাইবেন তাই হবে।” দলের তরফ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেও টুইট করা হয়েছে।
অলরাউন্ডার ডটিনের ১৪৩টি ম্যাচের ওডিআই ক্যারিয়ারে ৭২টি উইকেট রয়েছে এবং ১২৭টি ম্যাচের টি২০ ক্যারিয়ারে ৬২টি উইকেট রয়েছে।ব্যাট হাতেও ভালো পারফর্ম করেছেন তিনি।ওডিআইতে ৩টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি তো আছেই, এমনকি টি২০ ফর্ম্যাটে ২টি শতরান ও ১২টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। পাশাপাশি ২৬ বছরের কিমবারলে জেনিফার গার্থের ৩৬টি ওডিআইতে ২৩টি উইকেট রয়েছে। পাশাপাশি ৫৪ টি২০ আন্তর্জাতিক ম্যাচে ৪৩টি উইকেট রয়েছে তাঁর। গার্থ টিমকে যে ভরসা দিতে পারবেন, সন্দেহ নেই। কয়েকঘন্টার মধ্যেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স।