Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: মাহিভাই আরও ২-৩ বছর খেলতে পারে, কিন্তু… কী বললেন ধোনির প্রিয় দীপক চাহার?

IPL, CSK: চোটের কারণে বার বার ২২ গজ থেকে দূরে সরতে হয়েছে দীপক চাহারকে (Deepak Chahar)। তাও তিনি কখনও ধোনির আস্থা হারাননি। বরং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁকে বরাবরই আগলে রেখেছেন ঠিক ছোট ভাইয়ের মতো। যে কারণে, দীপকের কাছেও ধোনি তাঁর বড় দাদার মতো।

MS Dhoni: মাহিভাই আরও ২-৩ বছর খেলতে পারে, কিন্তু... কী বললেন ধোনির প্রিয় দীপক চাহার?
মাহিভাই আরও ২-৩ বছর খেলতে পারে, কিন্তু... কী বললেন ধোনির প্রিয় দীপক চাহার?
Follow Us:
| Updated on: Jan 29, 2024 | 2:20 PM

কলকাতা: মাহির খুব কাছের তিনি। মাহির খুব প্রিয় তিনি। সেই তিনিই এ বার জানালেন, ধোনি আরও ২-৩ বছর খেলা চালিয়ে যেতে পারেন, কিন্তু… এই কিন্তু কী? আসলে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ঠিক কতদিন খেলবেন পুরোটাই নির্ভর করছে তাঁর ওপর। সেটাই জানিয়েছেন তাঁর প্রিয় দীপক চাহার। তবে সিএসকে (CSK) তারকা এও জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগত ভাবে চান ধোনি আগামী ২-৩ বছর খেলা চালিয়ে যান। চোটের কারণে বার বার ২২ গজ থেকে দূরে সরতে হয়েছে দীপক চাহারকে (Deepak Chahar)। তাও তিনি কখনও ধোনির আস্থা হারাননি। বরং ধোনি তাঁকে বরাবরই আগলে রেখেছেন ঠিক ছোট ভাইয়ের মতো। যে কারণে, দীপকের কাছেও ধোনি তাঁর বড় দাদার মতো।

এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর দীপক চাহার সেই বিশ্বকাপকেই পাখির চোখ করেছেন। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি সেখানে তিনি ধোনির সঙ্গে নিজের বন্ডিং নিয়ে বলেছেন। দীপকের কথায়, ‘ওর সান্নিধ্যে মিলেমিশে যেতে আমার ২-৩ বছর সময় লেগেছে। আমি ওকে বড় ভাইয়ের মতো দেখি আর ও আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। আমাদের প্রচুর মজার মুহূর্ত আছে। লকডাউনের সময় আমরা একসঙ্গে পাবজি খেলেছি। অন্যান্য অনেক গেমও খেলেছি একসঙ্গে। মাঠের বাইরেও অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। আমি ভীষণ ভাগ্যবান যে ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’

ধোনির ভবিষ্যতে খেলা চালিয়ে নিয়ে নিজের ইচ্ছে এবং ভাবনার কথাও তুলে ধরেছেন দীপক। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিকেটকে এখনও ওর অনেক কিছু দেওয়ার আছে। আরও ২-৩টে মরসুম ও খেলা চালিয়ে যেতে পারে। আমি ওকে নেটে দেখেছি। ওর যা চোট রয়েছে, তা যে কোনও ২৪ বছর বয়সী ক্রিকেটারেরও হতে পারে। ও সুস্থ হয়ে উঠেছে। ব্যক্তিগত ভাবে আমি মনে করি মাহি ভাইয়ের আরও ২-৩ বছর খেলা চালিয়ে যাওয়া উচিত। এরপর অবশ্য পুরোটাই তাঁর সিদ্ধান্ত। সিএসকেতে তাঁকে ছাড়া আমাদের খেলাটা খুবই কঠিন হবে। আমরা মাহিভাইকে সব সময় এই টিমে দেখেছি।’

মহেন্দ্র সিং ধোনির আইপিএল অবসর নিয়ে প্রতি মরসুমেই চর্চা চলে। তিনি অতীতে জানিয়েছিলেন, ঘরের মাঠে সিএসকের দর্শকদের সামনে তিনি অবসর নিতে চান। এ বার দেখার কতদিন তিনি সত্যিই আইপিএলে খেলা চালিয়ে যান।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'