MS Dhoni: মাহিভাই আরও ২-৩ বছর খেলতে পারে, কিন্তু… কী বললেন ধোনির প্রিয় দীপক চাহার?
IPL, CSK: চোটের কারণে বার বার ২২ গজ থেকে দূরে সরতে হয়েছে দীপক চাহারকে (Deepak Chahar)। তাও তিনি কখনও ধোনির আস্থা হারাননি। বরং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁকে বরাবরই আগলে রেখেছেন ঠিক ছোট ভাইয়ের মতো। যে কারণে, দীপকের কাছেও ধোনি তাঁর বড় দাদার মতো।

কলকাতা: মাহির খুব কাছের তিনি। মাহির খুব প্রিয় তিনি। সেই তিনিই এ বার জানালেন, ধোনি আরও ২-৩ বছর খেলা চালিয়ে যেতে পারেন, কিন্তু… এই কিন্তু কী? আসলে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ঠিক কতদিন খেলবেন পুরোটাই নির্ভর করছে তাঁর ওপর। সেটাই জানিয়েছেন তাঁর প্রিয় দীপক চাহার। তবে সিএসকে (CSK) তারকা এও জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগত ভাবে চান ধোনি আগামী ২-৩ বছর খেলা চালিয়ে যান। চোটের কারণে বার বার ২২ গজ থেকে দূরে সরতে হয়েছে দীপক চাহারকে (Deepak Chahar)। তাও তিনি কখনও ধোনির আস্থা হারাননি। বরং ধোনি তাঁকে বরাবরই আগলে রেখেছেন ঠিক ছোট ভাইয়ের মতো। যে কারণে, দীপকের কাছেও ধোনি তাঁর বড় দাদার মতো।
এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর দীপক চাহার সেই বিশ্বকাপকেই পাখির চোখ করেছেন। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি সেখানে তিনি ধোনির সঙ্গে নিজের বন্ডিং নিয়ে বলেছেন। দীপকের কথায়, ‘ওর সান্নিধ্যে মিলেমিশে যেতে আমার ২-৩ বছর সময় লেগেছে। আমি ওকে বড় ভাইয়ের মতো দেখি আর ও আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। আমাদের প্রচুর মজার মুহূর্ত আছে। লকডাউনের সময় আমরা একসঙ্গে পাবজি খেলেছি। অন্যান্য অনেক গেমও খেলেছি একসঙ্গে। মাঠের বাইরেও অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। আমি ভীষণ ভাগ্যবান যে ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’
ধোনির ভবিষ্যতে খেলা চালিয়ে নিয়ে নিজের ইচ্ছে এবং ভাবনার কথাও তুলে ধরেছেন দীপক। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিকেটকে এখনও ওর অনেক কিছু দেওয়ার আছে। আরও ২-৩টে মরসুম ও খেলা চালিয়ে যেতে পারে। আমি ওকে নেটে দেখেছি। ওর যা চোট রয়েছে, তা যে কোনও ২৪ বছর বয়সী ক্রিকেটারেরও হতে পারে। ও সুস্থ হয়ে উঠেছে। ব্যক্তিগত ভাবে আমি মনে করি মাহি ভাইয়ের আরও ২-৩ বছর খেলা চালিয়ে যাওয়া উচিত। এরপর অবশ্য পুরোটাই তাঁর সিদ্ধান্ত। সিএসকেতে তাঁকে ছাড়া আমাদের খেলাটা খুবই কঠিন হবে। আমরা মাহিভাইকে সব সময় এই টিমে দেখেছি।’
মহেন্দ্র সিং ধোনির আইপিএল অবসর নিয়ে প্রতি মরসুমেই চর্চা চলে। তিনি অতীতে জানিয়েছিলেন, ঘরের মাঠে সিএসকের দর্শকদের সামনে তিনি অবসর নিতে চান। এ বার দেখার কতদিন তিনি সত্যিই আইপিএলে খেলা চালিয়ে যান।





