Akash Deep: মুকেশের পরে ভারতীয় দলে, বাংলা ক্রিকেটে এ বার ‘দীপ’ জ্বালালেন আকাশ
India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই টিমে আগেই সুযোগ পেয়েছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। দীপক চাহার প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না বলে বিসিসিআই বাংলার আকাশ দীপকে (Akash Deep) দলে নিয়েছে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, মহম্মদ সামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে খেলতে পারবেন না। এ বার সেই আশঙ্কাই সত্যি হল।

কলকাতা: ভারতীয় দলে (Team India) এক এক করে জায়গা করে নিচ্ছেন বাংলার ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই টিমে আগেই সুযোগ পেয়েছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। দীপক চাহার প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না বলে বিসিসিআই বাংলার আকাশ দীপকে (Akash Deep) দলে নিয়েছে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, মহম্মদ সামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে খেলতে পারবেন না। এ বার সেই আশঙ্কাই সত্যি হল। বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফিটনেসজনিত কারণে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন না সামি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০১৯ সাল থেকে বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন আকাশ দীপ। আইপিএলে আকাশ দীপ খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ২০২১ সালের আইপিএলে মরুশহরের পর্বে আকাশকে দলে নেয় আরসিবি। তারপর ২০২২ সালের আইপিএলের নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় বাংলার অলরাউন্ডারকে কেনে বেঙ্গালুরুভিত্তিক ফ্র্যাঞ্চাইজি। ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে আকাশ দীপকে রিটেইন করে রেখেছে বিরাট কোহলির দল। ২০২২ সালের আইপিএলে ৫টি ম্যাচ খেলেছিলেন আকাশ দীপ। নিয়েছিলেন ৫টি উইকেট। আর গত মরসুমের আইপিএলে তিনি ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে তিনি করেছিলেন ১৭ রান এবং নিয়েছিলেন ১টি উইকেট।
অলরাউন্ডার দীপক চাহারের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। আগেই তিনি জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে বাবার পাশে থাকতে চান। এ বার বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল দীপক চাহারকে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে দেখা যাবে না। তাঁর পরিবর্ত হিসেবেই আকাশ দীপ সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। আকাশ দীপ বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ছন্দেই ছিলেন। ফলে তাঁর উপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতেই পারে। এর আগেও ভারতীয় দলে ডাক পেয়েছেন আকাশ দীপ। কিন্তু খেলার সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকার মাঠে সেই স্বপ্ন কি পূরণ হবে?
বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ সামির খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে ফিট বলে ঘোষণা করেনি। বরং জানিয়ে দিয়েছে সামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টে খেলতে পারবেন না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রেয়স আইয়ার ওডিআই স্কোয়াডে রয়েছেন। কিন্তু বোর্ডের তরফে এক বিবৃতি শেয়ার করে জানানো হয়েছে ১৭ ডিসেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই ম্যাচের পর শ্রেয়স টিম ইন্ডিয়ার টেস্ট দলের সঙ্গে অনুশীলন করবেন। তিনি দ্বিতীয় ও তৃতীয় ওডিআইতে খেলবেন না।
