জয়পুর: ভারতের মাটিতে সপ্তাহ খানেক পর শুরু হতে চলেছে নতুন টি-২০ লিগ। ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, মহারাষ্ট্র প্রিমিয়ার লিগও। এ বার শুরু হতে চলেছে রাজস্থান প্রিমিয়ার লিগ (Rajasthan Premier League)। আর এই আরপিএলের উদ্বোধনী সংস্করণের নিলাম অনুষ্ঠিত হয়েছে। রাজস্থান প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে ৬টি দল খেলবে। মোট ৭ ঘণ্টা ধরে চলেছে আরপিএলের নিলাম। সেখানে সবচেয়ে বেশি দাম পেয়েছেন ১৬তম আইপিএলে পারফরম্যান্সের দিক থেকে মুখ থুবড়ে পড়া এক ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এই প্রথম বার রাজস্থান প্রিমিয়ার লিগ আয়োজন করতে চলেছে। রাজ্যের প্রতিভা তুলে আনার জন্য এই আরপিএল বড় ভূমিকা পালন করবে বলে আশাবাদী রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বৈভব গেহলট। ১৯ অগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৮ সেপ্টেম্বর অবধি।
মোট ৬টি ফ্র্যাঞ্চাইজির রাজস্থান প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার দীপক হুডা। ১৬তম আইপিএলে তিনি মোটেও নজর কাড়তে পারেননি। ৬ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করে রেখেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু পুরো মরসুমে মাত্র ৮৪ রান করেন তিনি। তবে আরপিএলে তাঁর উপর আস্থা রাখল কোটা ফ্র্য়াঞ্চাইজি। ১৫ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে দীপককে আরপিএলে দলে নিয়েছে কোটা। এই লিগে দ্বিতীয় সর্বাধিক দাম পেয়েছেন অলরাউন্ডার মহিপাল লোমরোর। সীকার ফ্র্যাঞ্চাইজির ১৫ লক্ষ টাকা দিয়েছে নিয়েছে মহিপালকে। ভারতীয় তারকা ক্রিকেটার দীপক চাহারও এই টুর্নামেন্টে দল পেয়েছেন। তাঁকে ভীলওয়াড়া কিনেছে ৫ লক্ষ ৭৫ হাজার টাকায়। তাঁর ভাই রাহুল চাহারও রাজস্থান প্রিমিয়ার লিগে দল পেয়েছে। যোধপুর ফ্র্যাঞ্চাইজি ৭ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে রাহুলকে।
চমকপ্রদ হলেও যোধপুর ফ্র্যাঞ্চাইজি ১৪ লক্ষ টাকা দিয়ে নিয়েছে ব্যাটিং অলরাউন্ডাক শুভমন গারওয়ালকে। অন্যান্য মার্কি ক্রিকেটার অনিকেত চৌধুরীকে ৬ লক্ষ ২৫ হাজার টাকায় নিয়েছে সীকার। খলিল আহমেদকে উদয়পুর নিয়েছে ৫ লক্ষ ২৫ হাজার টাকায়। এবং কমলেশ নাগরকোটিকে ৫ লক্ষ নিয়েছে জয়পুর।