
এজবাস্টন : আয়াল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতেছে ভারত (Team India)। প্রথম ম্য়াচে চমক ছিল ওপেনার দীপক হুডা (Deepak Hooda)। হঠাৎই দেখা যায় তিনি ওপেন করতে নামছেন! পরে জানা যায়, ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের চোট থাকায় দীপককে ওপেনিংয়ে পাঠানো হয়েছে। প্রথম বার ওপেনিংয়ে নেমেই কেরিয়ার সেরা ৪৭ রান করেন দীপক। ম্য়াচ জেতে ভারত। দ্বিতীয় ম্যাচে দ্রুত ওপেনিং জুটি ভাঙায় তিনে নামানো হয় দীপককে। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি ২০-তে শতরানের নজির গড়েন দীপক হুডা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ তে ১৭ বলে ৩৩ রান করেন দীপক। তারকারা ফিরতেই দলে জায়গা হারাতে হল দীপক হুডাকে। এজবাস্টনে প্রথম একাদশে জায়গা হল না বিধ্বংসী ছন্দে থাকা দীপক হুডার।
একাদশে ফিরেছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা। বাদ পড়েছেন ঈশান কিষাণও। তিনি অবশ্য ধারাবাহিক ছন্দে ছিলেন না। জায়গা ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ম্য়াচে ওপেন করছেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ। শ্বকাপের মহড়ায় এমন একাদশ। অধিনায়ক রোহিত শর্মা জানালেন, ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় ভারত, সেই পরিস্থিতি অনুযায়ীই দল খেলবেন বলে জানিয়েছেন রোহিত।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ তে ৫০ রানের বিশাল ব্য়বধানে জিতেছিল ভারত। ব্যাটে-বলে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। তেমনই অভিষেক ম্যাচে অনবদ্য বোলিং করেছেন তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। সেই একাদশে চারটি পরিবর্তন। তারকাদের ফেরা প্রত্যাশিত হলেও নেতিবাচক। উইনিং কম্বিনেশনে এক ঝাঁক পরিবর্তন করলে দলের ভারসাম্য নষ্ট হওয়া স্বাভাবিক। এজবাস্টনে কার্যত সেটাই দেখা গেল।