
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এমন জল্পনা অনেক আগে থেকেই। তিনি কি রাজনীতিতে যোগ দেবেন? এই প্রশ্ন অনেকের মনেই। দেশের প্রাক্তন অধিনায়ক ক্রিকেটের সঙ্গে নানা ভাবেই জড়িয়ে। খেলা ছাড়লেও, ক্রিকেট থেকে দূরে সরে যাননি। বাংলা ক্রিকেট সংস্থার শীর্ষপদে ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন সৌরভ। শুধু তাই নয়, আইসিসি মেন্স ক্রিকেট কমিটিতেও রয়েছেন। এ ছাড়াও দীর্ঘ সময় আইপিএলে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট-এর দায়িত্বও সামলেছেন। ছাব্বিশে বিধানসভা নির্বাচন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে? যদি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ আসে? নিজের পছন্দ জানালেন মহারাজ।
সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে নানা বিষয়েই বলেছেন সৌরভ। সেখানেই তাঁকে ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে প্রশ্ন করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে পুরোপুরি ভাবিনি। কারণ, আমি অন্য ভূমিকা পালন করে এসেছি। ২০১৩ সালে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে বিদায় জানিয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছি।’
জাতীয় দলের কোচ হলে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারবেন সৌরভ। সেই প্রসঙ্গ তুলতেই সৌরভের জবাব, ‘ভবিষ্যতে কী আছে দেখা যাবে। আমি সবে ৫০ (জুলাইতে ৫৩ হবে), দেখা যাক। তবে এই দায়িত্বের জন্য দরজা খোলা রয়েছে।’ সৌরভকে জিজ্ঞেস করা হয় যদি ছাব্বিশের নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব আসে? হাসি মুখে সৌরভের সাফ জবাব, ‘আমার কোনও আগ্রহ নেই।’ যদি মুখ্যমন্ত্রীর পদের জন্য ভাবা হয়? তাতেও রাজনীতিতে যাবেন না, পরিষ্কার করে দেন মহারাজ। রাজনীতিতে গেলে কোন পার্টি পছন্দ! সৌরভ বলেন, ‘রাজনীতিতে যাওয়া সহজ নয়। প্রতি বছরই এমন প্রস্তাব আসে। কিন্তু আমার দ্বারা রাজনীতি হবে না। কারণ, আমার এতে কোনও আগ্রহই নেই।’