আইপিএল (IPL) শুরুর ঠিক ৮ দিন আগে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়লেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেটাররা। ৭ দিনের কোয়ারান্টিন কাটিয়ে নেট প্র্যাকটিসের সুযোগ পেলেন রাহানে-ইশান্তরা (Ajinkya Rahane and Ishant Sharma)। কোয়ারান্টিনে (Quarantine) থাকাকালীন হোটেলেই শরীরচর্চা চালিয়ে গেছেন ক্রিকেটাররা। টিম হোটেল থেকে মাঠে যাওয়ার পথে টিম বাসে উমেশ যাদবরা (Umesh Yadav) জানালেন, এতদিন পর মাঠে অনুশীলন করতে যাওয়ার অনুভূতি কেমন।