GG vs DC Match Report, WPL 2023: ৭৭ বল বাকি থাকতেই জয়, শেফালির ব্যাটে ঝড়ের গতিতে জিতল দিল্লি

ম্যাচের প্রথম থেকেই দিল্লি ক্যাপিটালসের দাপট বজায় ছিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট জায়ান্টস।

GG vs DC Match Report, WPL 2023: ৭৭ বল বাকি থাকতেই জয়, শেফালির ব্যাটে ঝড়ের গতিতে জিতল দিল্লি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 10:38 PM

মুম্বই: চোখের নিমেষে শেষ হয়ে গেল ম্যাচ। যে রান তুলতে হিমশিম খেল গুজরাট জায়ান্টস (Gujrat Giants), একার বিক্রমে তা অনায়াসে তুলে ফেললেন শেফালি ভার্মা (Shafali Verma)। গুজরাটের দেওয়া ১০৫ রানের স্বল্প লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন শেফালি ভার্মা। উল্টোদিকে মেগ ল্যানিং শুধু সঙ্গ দিয়ে গেলেন। চার, ছয়ের বন্যায় দ্রুত রান তুলে দিল্লিকে ১০ উইকেটে জিতিয়ে দিলেন শেফালি (WPL 2023)। মাত্র ৭.১ ওভারে গুজরাটের দেওয়া ১০৬ রানের টার্গেট টপকে গেল দিল্লি (Delhi capitals)। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দাপট বজায় রেখে ১০ উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ব্যাটে-বলে সবদিক থেকেই গুজরাটকে টেক্কা দিল দিল্লি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে হেরেছিল দিল্লি। গুজরাটের বিরুদ্ধে ডমিনেন্ট পারফরম্যান্স মেগ ল্যানিংয়ের দলের। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই দিল্লি ক্যাপিটালসের দাপট বজায় ছিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট জায়ান্টস। ডান হাতি পেসার মারিজানে কাপের গতিতে বেসামাল হয়ে যায় গুজরাট। বিপক্ষের প্রথম চার ব্যাটারকে ফেরান তিনিই। নির্ধারিত ৪ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে গুজরাটের ব্যাটিংয়ে ধস নামান কাপ। বাকি দায়িত্বটা তুলে নেন শিখা পাণ্ডে। শিখার ঝুলিতে ৩ উইকেট। ধুঁকতে ধুঁকতে কোনওক্রমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে স্নেহ রানার টিম। আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পাওয়ার পর গুজরাট জায়ান্টসের নেতা হিসেবে প্রথম ম্যাচ ছিল স্নেহ রানার। নেতৃত্বের প্রথম পরীক্ষায় শূন্য পেলেন স্নেহ। ব্যাটে, বলে কোনওদিক থেকেই দাঁড়াতে পারল না গুজরাটের ফ্র্যাঞ্চাইজিটি।

স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে গুজরাটের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন শেফালি ভার্মা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেন মাঠে নামামাত্রই আক্রমণাত্মক ছিলেন। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন। ২৮ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে দলকে জেতালেন তিনিই। উল্টোদিকে ক্যাপ্টেন মেগ ল্যানিং শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ১৫ বলে ২১ রান তাঁর। ৭৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে তিন নম্বর জয় দিল্লির। ৪ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে দিল্লি। অন্যদিকে চারটি ম্যাচ খেলে এই নিয়ে তিনটি ম্যাচেই হারল গুজরাট। ২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা।