করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা অশ্বিনের

Apr 16, 2021 | 7:32 PM

মারণ ভাইরাস থেকে বাঁচতে সকল দেশবাসীকে সুস্থ এবং সুরক্ষিত থাকার বার্তা রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা অশ্বিনের
সৌজন্যে-টুইটার

Follow Us

মুম্বই: ফের মাথাচাড়া দিয়েছে মারণ ভাইরাস করোনা (COVID-19)। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এ দেশে। বিশ্বের অন্যান্য জায়গায় আগেই ছড়িয়ে পড়েছিল করোনা। গত বছর এই সময় করোনার প্রকোপ দেখা দেয়। লকডাউনে চলে গিয়েছিল দেশ। বন্ধ ছিল খেলাধূলা। আবার করোনার প্রকোপ শুরু হয়েছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই নাইট কারফিউ (Night Curfew) জারি হয়েছে।

মারণ ভাইরাস থেকে বাঁচতে সকল দেশবাসীকে সুস্থ এবং সুরক্ষিত থাকার বার্তা রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। এই মুহূর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলছেন অশ্বিন। শুক্রবার টুইটে দেশবাসীকে সুরক্ষিত থাকার বার্তা দেন এই অফ স্পিনার। তিনি বলেন, ‘এক একটা করে দিন আমরা নষ্ট করছি। ভাইরাস এখন আমার দরজার সামনে। কাল আপনার দরজার সামনে আসতে পারে। আমরা চেষ্টা করব সুরক্ষিত থাকার।’

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছে ২.১৭ লক্ষ। মারা গিয়েছে ১১০০। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রবিচন্দ্রন অশ্বিনের মতো একজন অভিজ্ঞ স্পিনারের এক ওভার বাকি থাকতেও তাঁকে দিয়ে কেন বল করানো হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন। ৩ ওভারে ১৪ রান দেন অশ্বিন। একটি বাউন্ডারিও হজম করেননি তিনি। ডেভিড মিলার আর রাহুল তেওয়াটিয়া ব্যাটিং করার সময় ১৩ তম ওভারে মার্কাস স্টোয়নিসকে নিয়ে বল করান পন্থ। অশ্বিনের এক ওভার বাকি থাকা সত্ত্বেও স্টোয়নিস বোলিং করেন। সেই ওভারে ১৫ রান দেন অজি অলরাউন্ডার।

আরও পড়ুন: IPL 2021 Points Table: আইপিএলের সাত ম্যাচের পর পয়েন্ট টেবলে কোন দল কোন স্থানে রয়েছে জেনে নিন…

এরপর রাবাদা, আবেশ খান, টম কারানরা বল করলেও অশ্বিনকে দিয়ে আর বোলিং করানো হয়নি। এ ব্যাপারে টিমের সঙ্গে কথা বলবেন। ম্যাচ শেষে এমনটাই জানান দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তবে অশ্বিনকে দিয়ে বোলিং না করানো প্রসঙ্গে পন্টিং অবশ্য আড়ালই করলেন ক্যাপ্টেন পন্থকে। তিনি বলেন, ‘এ ব্যাপারে নিশ্চয়ই কথা বলব। অশ্বিন খুব ভালো বোলিং করেছে। কোনও বাউন্ডারি ছাড়া ৩ ওভারে ১৪ রান দিয়েছে। প্রথম ম্যাচে ছাপ রাখতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক পরিশ্রম করে। ভালো বোলিং করা সত্ত্বেও পুরো ৪ ওভার কেন শেষ করল না সে ব্যাপারে কথা বলব টিমের সঙ্গে। তবে আমাদের তরফ থেকে এটা একটা মারাত্মক ভুল।’

Next Article