Rishabh Pant: দিল্লির অধিনায়ক হিসেবেই কি বাইশ গজে ফিরছেন ঋষভ? স্বস্তির খবর শোনাল সৌরভের দল

Delhi Capitals: গত বছরের ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। গুরুতর জখম হন ঋষভ। মাঝের প্রায় একটা বছর কেটেছে হাসপাতালে। ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠেছেন পন্থ। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। নতুন বছরের আইপিএল দিয়ে বাইশ গজে ফেরার কথা ঋষভের। সেই মতোই সেরে নিচ্ছেন প্রস্তুতি। পন্থকে ধরে রেখেছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

Rishabh Pant: দিল্লির অধিনায়ক হিসেবেই কি বাইশ গজে ফিরছেন ঋষভ? স্বস্তির খবর শোনাল সৌরভের দল
ঋষভ পন্থImage Credit source: ছবি: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 12, 2023 | 1:51 PM

 

নয়াদিল্লি: সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই আইপিএল। ইতিমধ্যেই তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। আর আইপিএল যত এগিয়ে আসছে, ঋষভ পন্থকে নিয়ে জল্পনা ততই বাড়ছে ত্রিকেট মহলে। একটা দুর্ঘটনায় বদলে গিয়েছে ঋষভের জীবন। ব্যাট, গ্লাভস ছেড়ে বিছানাই সঙ্গী হয়েছিল তাঁর। তবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। ২০২৪ আইপিএলে দিয়ে ব্যাট বলের বৃত্তে ফিরতে চলেছেন জাতীয় দলের ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটার পন্থ। নতুন বছরের আইপিএলের জন্য তাঁকে রিটেইন করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। দিল্লিকে কি এ বার নেতৃত্ব দেবেন ঋষভ? এই নিয়েও আইপিএলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। এই আবহে বিবৃতি দিয়ে ঋষভ ভক্তদের আশ্বস্ত করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। কী রয়েছে এই বিবৃতিতে? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

গত বছরের ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। গুরুতর জখম হন ঋষভ। মাঝের প্রায় একটা বছর কেটেছে হাসপাতালে। ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠেছেন পন্থ। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। নতুন বছরের আইপিএল দিয়ে বাইশ গজে ফেরার কথা ঋষভের। সেই মতোই সেরে নিচ্ছেন প্রস্তুতি। পন্থকে ধরে রেখেছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। তবে দলকে নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে কি রয়েছেন পন্থ? ক্রিকেটের অন্দরে ঘোরাফেরা করছে এমনই সব গুঞ্জন। তবে পন্থের হাতেই দলের দায়িত্ব তুলে দিচ্ছে দিল্লি, বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের তরফে।

কী রয়েছে এই বিবৃতিতে? দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে, চব্বিশের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকছেন পন্থই। তবে এনসিএর ফিটনেস রিপোর্টের দিকে তাকিয়ে দল। আশা করা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারির মধ্য়েই সেই রিপোর্ট হাতে এসে যাবে। প্রসঙ্গত, এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন পন্থ। সেখানেই সারছেন প্রস্তুতি। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের হেলথ আপডেট দিয়ে থাকেন পন্থ। সম্প্রতি কয়েকটি ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জিম সেশন তুলে ধরেন । বোঝাই যাচ্ছে, জোরকদমে প্রস্তুতি সারছেন তিনি। ভিডিয়োতে পন্থকে বেশ সুস্থই দেখিয়েছে। যা ভক্তদের মনে আশার আলো জাগিয়েছে।