নয়াদিল্লি : ১৪ ম্যাচে মাত্র পাঁচটিতে জয়। পয়েন্ট টেবলের নবম স্থানে থেকে ২০২৩ আইপিএলে লিগ পর্ব শেষ করে দিল্লি ক্যাপিটালস। ২০২২ সালের আইপিএলেও শেষ চারে জায়গা করে নিতে পারেনি দিল্লি (Delhi Capitals)। টানা ব্যর্থতায় সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে টিম ম্যানেজমেন্ট নিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং সমৃদ্ধ তারকাখচিত কোচিং স্টাফ দিল্লির চরম বিপর্যয় সামলাতে পারেনি। কোচ রিকি পন্টিংয়র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনা থেকে ছাড় পাননি ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ও। অনুমান করা হচ্ছিল যে, পরের মরসুম থেকে দিল্লি ক্যাপিটালস টিমে আমূল পরিবর্তন করা হবে। ২০২৪ মরসুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সবার আগে হাত পড়েছে সাপোর্ট স্টাফদের উপর। চাকরি গিয়েছে দুই কোচের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দিল্লির ফ্র্যাঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল আগেই জানিয়েছিলেন, কোচ রিকি পন্টিং পরের মরসুমেও কোচ থাকবেন। ডিরেক্টর পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চাকরিও অক্ষত থাকবে। তবে দুই সহকারী কোচ অজিত আগরকর ও শেন ওয়াটসনকে বিদায় জানিয়ে দিল দিল্লি। অজিত আগরকর ইস্তফা দিয়েছেন। কারণ ভারতীয় দলের নতুন নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। দিল্লির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এখন আর যুক্ত নন শেন ওয়াটসনও। ২০২২ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন অজিত আগরকর ও শেন ওয়াটসন। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে টুইটে দু’জনকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে বড় একটা ‘থ্যাঙ্ক ইউ’।
You’ll always have a place to call home here ?
Thank You, Ajit and Watto, for your contributions. All the very best for your future endeavours ?#YehHaiNayiDilli pic.twitter.com/n25thJeB5B
— Delhi Capitals (@DelhiCapitals) June 29, 2023
পরের মরসুম থেকে শেন ওয়াটসন যে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের পদে থাকবেন না এই জল্পনা আগেই শোনা গিয়েছিল। অন্যদিকে জাতীয় দলের নির্বাচক হতে গেলে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্তি থাকা যায় না। স্বার্থের সংঘাত এড়াতে তাই ইস্তফা দিতে হয়েছে অজিত আগরকরকে।