Mustafizur Rahman: আজই ম্যাচ, সকালে ভারতে চলে এলেন বাংলাদেশী ক্রিকেটার

Delhi Capitals, IPL 2023: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি পেয়েই শনিবার সকালে চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির বিমান ধরেন মুস্তাফিজুর।

Mustafizur Rahman: আজই ম্যাচ, সকালে ভারতে চলে এলেন বাংলাদেশী ক্রিকেটার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 12:08 PM

নয়াদিল্লি: আইপিএলে বাংলাদেশী ক্রিকেটারদের পাওয়া নিয়ে যত সমস্যা শুরু হয়েছে। জাতীয় দলের খেলা ছেড়ে আইপিএলে খেলা চলবে না! বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৬তম আইপিএলে (IPL 2023) থাকা ক্রিকেটারদের ছাড়তে রাজি হচ্ছিল না কিছুতেই। অবশেষে আইপিএলের জন্য ভারতে আসার ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এনওসি পেয়েই শনিবার সকালে চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির বিমান ধরেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হয়েছে শুক্রবার। নিয়মরক্ষার শেষ ম্যাচে একাদশে ছিলে না মুস্তফিজুর (Mustafizur Rahman)। সিরিজ শেষ করে ঢাকা ফিরে যান তিনি। তারপর সোজা দিল্লি। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় বিমানে বসে থাকা ছবি শেয়ার করেছেন বাঁ হাতি পেসার। ক্যাপশনে লেখেন, “আইপিএলের জন্য ভারতের উদ্দেশে রওনা দিলাম। দিল্লি ক্যাপিটালস টিমে যোগ দেওয়ার জন্য তর সইছে না।” মুস্তাফিজুর চলে এলেন। সাকিব আল হাসান ও লিটন দাস কবে আসবেন? বিস্তারিত রইল TV9 Bangla-য়।

শুক্রবার আয়ারল্যান্ডকে টি-২০ ফরম্যাটে চুনকাম করার জন্য নেমেছিল বাংলাদেশ। উল্টে তারাই আইরিশদের কাছে ৭ উইকেটে হেরে নাস্তানাবুদ হয়েছে। শেষ ম্যাচে হারের কারণে সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে। এরপর রয়েছে একমাত্র টেস্ট সিরিজ। টেস্ট দলে মুস্তফিজুর নেই। যে কারণে তিন বাংলাদেশী ক্রিকেটারের মধ্যে আইপিএলের জন্য সবার আগে তিনি ভারতে এলেন। শনিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস ১৬তম আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নামছে। প্রতিপক্ষ লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস। সন্ধ্যার ম্যাচের জন্য শনি সকালে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন মুস্তাফিজুর। লখনৌয়ের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁর থাকার জোর সম্ভাবনা। দলের অপর বিদেশি পেসার অ্যানরিখ নর্জে এখনও দিল্লি শিবিরে যোগ দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ওডিআই সিরিজে খেলছেন। নর্জের অনুপস্থিতিতে বাংলাদেশী পেসারের সামনে প্রথম একাদশের দরজা খুলে যেতে পারে।

মুস্তাফিজুর চলে এলেন। অপর দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস কবে আসবেন? কলকাতা নাইট রাইডার্সের দুই সদস্য এখনও আয়ারল্যান্ডে। ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট। তারপরই হয়তো আইপিএল খেলতে ভারতে আসতে পারেন সাকিব ও লিটন। আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর।