মুম্বই: করোনা ক্রমশ যেন ডালপালা মেলা শুরু করেছে। এ বারও শিকার সেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মিচেল মার্শ সহ পাঁচজন আক্রান্ত হয়েছিলেন আগেই। ব়্যাপিড টেস্টে এ বার করোনা পজিটিভ এল টিম সিফার্টের (Tim Seifert)। আর কয়েক ঘণ্টা পর আইপিএলে (IPL 2022) পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে ঋষভ পন্থের দিল্লি। সেই ম্যাচ এখন হবে কিনা, তা নিয়ে তীব্র আশঙ্কা। তবে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, দিল্লি-পঞ্জাব ম্যাচ নির্ধারিত সময় অনুযায়ীই হবে। আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি করোনা আক্রান্ত কোনও টিমের ১২ জন প্লেয়ার সুস্থ থাকেন, তা হলে টিম নামানো যাবে। তা যদি না হয়, আইপিএল কমিটি ম্যাচ পিছিয়ে দেবে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, দিল্লি ১২ জনের টিম নামাতে পারবে। তবে, ম্যাচের আগে আবার এক দফা ব়্যাপিড টেস্ট রাখা হয়েছে। তাতে যদি আবার কেউ আক্রান্ত হন, তা হলে কী হবে, তা নিয়ে কিন্তু সংশয় আছে।
গত কয়েক দিন ধরেই দিল্লিকে নিয়ে তৈরি হয়েছে চাপ। ফিজিও প্যাট্রিক ফার্হার্ট প্রথম আক্রান্ত হয়েছিলেন করোনায়। তার পর সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। পঞ্জাবের বিরুদ্ধে পুনেতে ছিল দিল্লির ম্যাচ। পরিবর্তিত পরিস্থিতিতে পন্থদের পুরোপুরি আইসোলেশনে পাঠানো হয়। যে কারণে পুনের বদলে ম্যাচ সরানো হয়েছে মুম্বইয়ে। টিমের সব সদস্যের জন্য ব়্যাপিড টেস্ট চালু করা হয়। উইকেটকিপার টিম সেইফার্টের আক্রান্ত হওয়া পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। শুধু দিল্লি নয়, এ বার রীতিমতো ভয় পাইয়ে দিচ্ছে অন্যান্য টিমগুলোকেও। গত বছর করোনার কারণেই মাঝ পথে বন্ধ করে দিতে হয় আইপিএল। তেমন পরিস্থিতি কি আবার হতে পারে? ভারতের করোনার হার কমতে শুরু করায় আইপিএলে দর্শক প্রবেশে ছাড়া দেওয়া হয়েছে। পঞ্চাশ শতাংশ দর্শক মাঠে বসেই ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। তা কি বন্ধ হয়ে যেতে পারে? বিসিসিআই এখন বেশ চাপে পড়েছে।
বোর্ডের এক কর্তা বলেছেন, ‘যত দূর আমি জানি, দিল্লি ক্যাপিটালসের টিম সিফার্টও করোনা আক্রান্ত হয়েছে।’ দিল্লির টিমের এক ক্রিকেটার বলে দিচ্ছেন, ‘সকাল এক দফা আরটি পিসিআর টেস্ট হয়েছে সমস্ত ক্রিকেটারের। বিকেলে আর একবার হবে। আমাদের আইসোলেশনেই থাকতে বলা হয়েছে।’
শুধু দিল্লি ম্যাচ নয়, পুরো আইপিএল নিয়েই দুশ্চিন্তার কালো মেঘ। মুম্বই শহরে করোনার প্রভাব খুব একটা বাড়েনি। দিল্লিতে অবশ্য করোনার প্রভাব অনেক বেশি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দিল্লির পরিস্থিতি দেখে কিন্তু অনেকেই ভাবতে শুরু করেছেন, মুম্বইয়েও হয়তো ধীরে ধীরে করোনার প্রভাব বাড়বে। তাই যদি হয়, আইপিএল ১৫-র ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: KL Rahul-Athiya Shetty: শীতের আমেজেই বিয়ের পিড়িতে বসতে পারেন কেএল রাহুল ও আথিয়া