মুম্বই: গত শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আগে একশো শতাংশ জয়ের ছিল দু-দলের। নেট রানরেটে লিগ টেবলের শীর্ষে রয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। এ দিন দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল মুম্বই ইন্ডিয়ান্স। গত দু-ম্যাচে দিল্লি সবচেয়ে বেশি নজর কেড়েছে তাদের ব্যাটিংয়ে। এই ম্যাচে ব্যাটিংই ডোবাল। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের চেয়েও শক্তিশালী তাদের বোলিং। বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক ৬ উইকেট নিয়েছেন দু-ম্যাচে। এই ম্যাচে নিলেন ৩ উইকেট। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানেই অলআউট। ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই এই রান পার করে মুম্বই। WPL এ দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
প্রথম দু-ম্য়াচে ২০০-র উপর স্কোর গড়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে মুম্বইয়ের বোলিং লাইন আপের বিরুদ্ধে তা হল না। ১৮ ওভারে মাত্র ১০৫ রানেই অলআউট দিল্লি ক্য়াপিটালস। সাইকা ইসাক, ইসি ওং, হেইলি ম্য়াথুজ তিনটি করে উইকেট নেন।
মেগ ল্য়ানিং-জেমাইমা জুটি অর্ধশতরান পেরিয়েছিল। এরপরই জুটি ভাঙল। জেমাইমাকে ফেরালেন সাইকা ইসাক। ম্য়াচে তাঁর দ্বিতীয় উইকেট। একই ওভারে ফেরালেন দিল্লি অধিনায়ক মেগ ল্য়ানিংকেও।
উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে অনবদ্য পারফরম্য়ান্স জারি সাইকা ইসাকের। নিজের প্রথম ইনিংসে মাত্র ৩ রান দিয়ে নিলেন শেফালি ভার্মার উইকেট। পরের ওভারে ন্য়াট সিবার। অল্পের জন্য অ্যালিস ক্যাপসির ক্য়াচ মিস হেইলি ম্যাথুজের।
দিল্লি ক্য়াপিটালসের হয়ে ওপেন করছেন মেগ ল্য়ানিং-শেফালি ভার্মা। বোলিং ওপেন করছেন ন্যাট সিবার। সতর্ক শুরু দিল্লির। প্রথম ওভারে মাত্র ৫ রান।
দিল্লি ক্যাপিটালস একাদশ : মেগ ল্যানিং, শেফালি ভার্মা, মারিজানে কাপ, জেমাইমা রডরিগজ, অ্যালিস ক্য়াপসি, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, মিনু মানি, শিখা পান্ডে, রাধা যাদব, তারা নরিস
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, হুমাইরা কাজি, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক
টস জিতলেন মেগ ল্যানিং। টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্য়াপিটালসের
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। উইমেন্স প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দু-ম্যাচই জিতেছে তারা। নেট রানরেটে শীর্ষস্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেরার লড়াইয়ে রোমাঞ্চকর একটা ম্যাচের অপেক্ষা।