মুম্বই : ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের উদ্বোধনী জয় পেয়েছিল তারা। জয় দিয়ে টুর্নামেন্ট শেষ। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের মাঝপথে খেই হারানো…। তাদের অশ্বমেধে সাময়িক ধাক্কা দিলেও ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্য়াম্পিয়ন তারা। হরমনপ্রীত কৌরের হাত ধরে উইমেন্স প্রিমিয়ার লিগেও এমন কিছু হবে কিনা, সময় বলবে। ফাইনালেও কম ওঠা পড়া দেখা যানি। ম্য়াচের প্রথম হাফে মুম্বইয়ের পক্ষে ম্য়াচ। হঠাৎই মোড় ঘুরিয়েছিল শিখা পান্ডে-রাধা যাদব জুটি। অল্প রান তাড়া করতে নেমে চাপে পড়ে মুম্বইও। তবে হরমনপ্রীত কৌর ও ন্যাট সিবার জুটির সৌজন্য়ে ম্যাচের রাশ মুম্বইয়ের হাতে। অধিনায়ক হরমনপ্রীত রানআউট হতে ফের একবার চাপে মুম্বই শিবির। সব বাধা পেরিয়ে অবশেষে ট্রফি হরমনপ্রীতের হাতে। উইমেন্স প্রিমিয়ার লিগ ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্য়াপিটালস ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।
মেগ ল্যানিং ও হরমনপ্রীত কৌর। বিশ্ব ক্রিকেটের দুই ক্ষুরধার মস্তিষ্ক। দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক মেগ ল্যানিং। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস, তিনটি ফাইনালে মেগ ল্য়ানিংয়ের কাছে মস্তিষ্কের লড়াইয়ে হারতে হয়েছে হরমনপ্রীত কৌরকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যাই হোক, ফ্র্য়াঞ্চাইজি লিগে বাজিমাত করলেন হরমনপ্রীত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। টানা পাঁচ ম্য়াচ জিতে প্রথম দল হিসেবে প্লে-অফও নিশ্চিত করেছিল। যদিও শীর্ষে থেকে সরাসরি ফাইনাল খেলতে পারেনি। গ্রুপ লিগের শেষ ল্যাপে বাজিমাত করে দিল্লি ক্য়াপিটালস। সরাসরি ফাইনালে উঠেছিল তারা।
এলিমিনেটর ম্য়াচে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। পুরো টুর্নামেন্টেই মুম্বইয়ের বোলিং ঈর্ষণীয়। ফাইনালেও অনবদ্য। মাত্র ৭৯ রানে দিল্লি ক্যাপিটালসের ৯ উইকেট ফেলে দেয় মুম্বই। মনে হচ্ছিল একশো রানের মধ্যেই প্রতিপক্ষকে অলআউট করবে। শিখা পান্ডে এবং রাধা যাদবের অর্ধশতরানের জুটি দিল্লির স্কোর ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। তাতেও অবশ্য মুম্বইকে আটকানো যায়নি। ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়।