মুম্বই: শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দিল্লি ক্য়াপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। দু-দলই জয় দিয়ে অভিযান শুরু করেছিল। জয়ের ধারা বজায় রাখল দিল্লি। দুই দলের অধিনায়ক অজি টিমে সতীর্থ। দিল্লির ক্য়াপ্টেন মেগ ল্য়ানিং অস্ট্রেলিয়া জাতীয় দলেরও ক্য়াপ্টেন। অন্য দিকে, ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি অজি দলের গত ভারত সফরে নেতৃত্ব দিয়েছেন। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছেন তাঁরা। এ বার অবশ্য প্রতিপক্ষ। দিল্লি প্রথম ম্যাচে রেকর্ড স্কোর গড়ে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। অন্য দিকে, গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে নিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। আরও একটা রুদ্ধশ্বাস ম্য়াচের অপেক্ষা ছিল উইমেন্স প্রিমিয়ার লিগে। ২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৯-৫ স্কোর অবধি পৌঁছল ইউপি ওয়ারিয়র্স। তাহিলা ম্যাকগ্রা ৫০ বলে ৯০ রানে অপরাজিত থাকেন। ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল। WPL এ দিল্লি ক্য়াপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
ইউপির শুরুটা ভালো হলেও খেই হারাল। দিল্লির অনবদ্য প্রত্য়াবর্তন। পাওয়ার প্লে-তে ইউপি ওয়ারিয়র্স ৩৩-৩
তাহিলা ম্যাকগ্রার বোলিংয়ে ব্রেক থ্রু। অনবদ্য ক্য়াচে শেফালি ভার্মাকে ফেরালেন কিরণপ্রভু নবগীরে।
সতর্ক থেকেই শুরু করেছিলেন দিল্লি ক্য়াপিটালসের দুই ওপেনার মেগ ল্য়ানিং ও শেফালি ভার্মা। ক্রমশ গিয়ার বদল এই জুটির। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬২ রান দিল্লির।
দিল্লি ক্য়াপিটালসের হয়ে ব্য়াটিং করতে অভিজ্ঞ মেগ ল্য়ানিং ও শেফালি ভার্মা। গত ম্য়াচে শতরানের জুটি হয়েছিল। এ বার কত?
দিল্লি ক্য়াপিটালস: মেগ ল্যানিং, শেফালি ভার্মা, মারিজানে কাপ, জেমাইমা রডরিগজ, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, রাধা যাদব, তারা নরিস
ইউপি ওয়ারিয়র্স: অ্যালিসা হিলি, শ্বেতা শেরাওয়াত, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, শাবনিম ইসমাইল, সিমরন শেখ, কিরণপ্রভু নবগীরে, দেবিকা বৈদ্য, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়
গত ম্য়াচের নায়ক গ্রেস হ্যারিস একাদশে নেই! তাঁর পরিবর্তে শাবনিম ইসমাইল।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইউপি ওয়ারিয়র্সের
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। টসের জন্য় প্রস্তুত।