Syed Mushtaq Ali Trophy: ১১ ক্রিকেটারকে বল করিয়ে সৌরভ হওয়ায় চেষ্টা আয়ুষের? ইতিহাস দিল্লির

Delhi vs Manipur: মণিপুরের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল দিল্লি। তাতেই কিনা টিমের ১১ জন ক্রিকেটারকে দিয়েই বল করিয়েছেন দিল্লি ক্যাপ্টেন আয়ুষ বাদোনি। টি-টোয়েন্টির ইতিহাসে কোনও টিম ১১ বোলারকে বল করায়নি। এই রেকর্ড করার জন্যই কি এমন করেছেন আয়ুষ?

Syed Mushtaq Ali Trophy: ১১ ক্রিকেটারকে বল করিয়ে সৌরভ হওয়ায় চেষ্টা আয়ুষের? ইতিহাস দিল্লির
Syed Mushtaq Ali Trophy: ১১ ক্রিকেটারকে বল করিয়ে সৌরভ হওয়ায় চেষ্টা আয়ুষের? ইতিহাস দিল্লির
Follow Us:
| Updated on: Nov 29, 2024 | 8:00 PM

কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) আশ্চর্য রেকর্ড দিল্লির (Delhi)। মণিপুরের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল দিল্লি। তাতেই কিনা টিমের ১১ জন ক্রিকেটারকে দিয়েই বল করিয়েছেন দিল্লি ক্যাপ্টেন আয়ুষ বাদোনি। টি-টোয়েন্টির ইতিহাসে কোনও টিম ১১ বোলারকে বল করায়নি। এই রেকর্ড করার জন্যই কি এমন করেছেন আয়ুষ? আলোচনা চলছে ক্রিকেট মহলে। বছর ২৪ এর আয়ুষ এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে করিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। টেস্ট ক্রিকেটে সৌরভের নেতৃত্বে ভারত ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচে ১১ জন বোলারকে দিয়ে বল করিয়েছিলেন। তাই প্রশ্ন উঠছে আয়ুষ কি সৌরভ হতে চেয়েছিলেন?

ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মণিপুরের অধিনায়ক রেক্স রাজকুমার। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১২০ রান তোলে মণিপুর। আয়ুষ নিজে মণিপুরের বিরুদ্ধে ২ ওভার বোলিং করেন। এবং তাঁর টিমের সকলকে বোলিংয়ে ব্যবহারও করেছেন। হর্ষ ত্যাগি ও দিগ্বেশ রাঠীরা ৩ ওভার করে হাত ঘুরিয়ে ২টি করে উইকেট তুলে নেন। ১ ওভার করে বল করেছেন আর্য রানা, হিম্মত সিং, প্রিয়াংশ আর্য, যশ ধুল ও অনুজ রাওয়াত। দিল্লির হয়ে সবচেয়ে বেশি ৩১ রান খরচ করেছেন মায়াঙ্ক রাওয়াত। ১১ জন ক্রিকেটার হাত ঘুরিয়ে ১৩ রান এক্সট্রা দিয়েছেন।

এই খবরটিও পড়ুন

১২১ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লির ওপেনার যশ ধুল ৫৯ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। ক্যাপ্টেন আয়ুষ বাদোনি করেন ১৩ রান। দিল্লির হয়ে দ্বিতীয় সর্বাধিক স্কোর মায়াঙ্ক রাওয়াতের (১৮)। ১৮.৩ ওভারে ৬ উইকেটে ১২৪ রানের টার্গেট পূরণ করে দিল্লি। ৯ বল বাকি থাকতে ৪ উইকেটে আয়ুষদের জয়। ম্যাচের সেরা হয়েছেন যশ ধুল।