Deodhar Trophy: রিঙ্কুর হাফ সেঞ্চুরিতেও হার, ইস্ট জোনের জয়ে নজর কাড়লেন শাহবাজ-আকাশ দীপ

Deodhar Trophy 2023: বোলারদের দাপটে ৬ উইকেটে জিতল ইস্ট জোন। টস জিতে ফিল্ডিং নেন ইস্ট জোন অধিনায়ক সৌরভ তিওয়ারি। দুই পেসার মণিশঙ্কর মুরাসিং, আকাশ দীপ এবং বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ তিনটি করে উইকেট নেন।

Deodhar Trophy: রিঙ্কুর হাফ সেঞ্চুরিতেও হার, ইস্ট জোনের জয়ে নজর কাড়লেন শাহবাজ-আকাশ দীপ
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 24, 2023 | 7:09 PM

দীর্ঘ চার বছর বিরতি। অবশেষে শুরু হল দেওধর ট্রফি। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে এ দিন সেন্ট্রাল জোন ও ইস্ট জোন মুখোমুখি হয়েছিল। অন্য ম্যাচে নর্থ ইস্ট বনাম ওয়েস্ট জোন। প্রথম দিনই নজর কাড়লেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। আগামী দিনে এদের ভারত এ এবং সিনিয়র দলে দেখা যেতে পারে। দেওধর ট্রফিতে ব্যক্তিগত পারফরম্যান্স, দলগত ফল বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথমে দেখে নেওয়া যাক সেন্ট্রাল জোন বনাম ইস্ট জোন ম্যাচের ফল। বোলারদের দাপটে ৬ উইকেটে জিতল ইস্ট জোন। টস জিতে ফিল্ডিং নেন ইস্ট জোন অধিনায়ক সৌরভ তিওয়ারি। দুই পেসার মণিশঙ্কর মুরাসিং, আকাশ দীপ এবং বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ তিনটি করে উইকেট নেন। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করলেও ২০৭ রানেই অলআউট সেন্ট্রাল জোন। অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার ১৪ বলে মাত্র ৮ রান করেন। সেন্ট্রাল জোন ইনিংসে দামি ইনিংস রিঙ্কু সিংয়ের। ৬৩ বলে ৫৪ রান করেন তিনি। শেষ দিকে কর্ন শর্মা ৩২ বলে ৩২ রান করেন।

বোর্ডে মাত্র ২০৮ রানের লক্ষ্য। ওপেনিংয়ে ৯১ রান যোগ করেন অভিমন্যু ঈশ্বরণ ও উৎকর্ষ সিং। অভিমন্যু ৩৮ রান করে। সেঞ্চুরি হাতছাড়া হয় উৎকর্ষর। ১০৪ বলে ৮৯ রান করেন তিনি। সুভ্রাংশু সেনাপতি (৩৩) ক্রিজে থাকায় জিততে সমস্যা হয়নি ইস্ট জোনের। ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছোন অভিমন্যুরা। সেন্ট্রাল জোনের হয়ে তিন উইকেট করন শর্মার।

অন্য ম্যাচে, নর্থ ইস্ট জোনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল ওয়েস্ট জোন। প্রথমে ব্যাট করে ওয়েস্ট জোনকে ২০৮ রানের লক্ষ্য দেয় নর্থ ইস্ট। বাঁ হাতি পেসার অর্জন নাগসওয়ালা ৩ উইকেট নেন। ৪৭ ওভারেই অলআউট নর্থ ইস্ট। রান তাড়ায় বিধ্বংসী ব্যাটিং হার্ভিক দেশাই-প্রিয়াঙ্ক পাঞ্চালের। ৭১ বলে ৮৫ রানে ফেরেন কিপার ব্যাটার হার্ভিক দেশাই। অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল ৬৯ বলে ৯৯ রানে অপরাজিত।