Deodhar Trophy: সচিন-পুত্রর বাজিমাত, জোড়া উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর

Deodhar Trophy 2023: সেখান থেকেই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এমার্জিং এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন রাজবর্ধন হাঙ্গারকেকর। অর্জুন তেন্ডুলকরকে সেই দলে রাখা হয়নি। তবে দেওধর ট্রফিতে সাউথ জোন স্কোয়াডে সুযোগ দেওয়া হয় তাঁকে।

Deodhar Trophy: সচিন-পুত্রর বাজিমাত, জোড়া উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর
৯ নম্বর জার্সিতে অর্জুন, শুভেচ্ছা অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ও সতীর্থদের।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 5:58 PM

এমার্জিং এশিয়া কাপে সুযোগ পাননি। তবে তিনি যে বোর্ডের রাডারে রয়েছেন এ বিষয়ে সন্দেহ নেই। কয়েক সপ্তাহ আগেই দেশের প্রতিভাবান অলরআউন্ডারদের নিয়ে একটি শিবির করা হয়েছিল বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। দায়িত্বে ছিলেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। সেখান থেকেই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এমার্জিং এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন রাজবর্ধন হাঙ্গারকেকর। অর্জুন তেন্ডুলকরকে সেই দলে রাখা হয়নি। তবে দেওধর ট্রফিতে সাউথ জোন স্কোয়াডে সুযোগ দেওয়া হয় তাঁকে। গত ম্যাচে নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে খেলেছিলেন। কাগজে কলমে দুর্বল দলের বিরুদ্ধে সেই ম্যাচে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। এদিন শক্তিশালী সেন্ট্রাল জোনের বিরুদ্ধে নিলেন জোড়া উইকেট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম চার ম্যাচ জিতে ফাইনাল আগেই নিশ্চিত করেছে সাউথ জোন। গ্রুপের সব ম্যাচ জিতে ফাইনালে যাওয়াই লক্ষ্য। টস জিতে প্রথমে ব্যাটিং নেন সেন্ট্রাল জোন অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। তাদের দলে তারকার অভাব নেই। নতুন বলে শুরু করেন সাউথ জোনের বাঁ হাতি পেস বোলিং অলরআউন্ডার অর্জুন তেন্ডুলকর। প্রথম স্পেলে অবশ্য উইকেট পাননি। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দেন। ৭৭ রানে ব্যাট করছিলেন যশ দুবে। অর্জন ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। ড্রাইভ খেলতে যান যশ। যদিও ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাই সুদর্শনের হ্যাতে ক্যাচ।

আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট তাঁর ঝুলিতে। লোয়ার অর্ডারে এই টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করেছেন শিবম মাভি। এই ম্যাচেও অনবদ্য ব্যাট করছিলেন। ২২ বলে ৩৮ রান করা মাভিকেও ফেরান অর্জুন। এই ক্যাচটিও নেন সাই সুদর্শন। শেষ অবধি ৫০ ওভারে ৯ উইকেটে ২৬১ রানে থামে সেন্ট্রাল জোন ইনিংস।