Deodhar Trophy: দেওধর ট্রফিতে শিরোনামে প্রভসিমরনের ফ্লাইং ক্যাচ, রইল ভিডিয়ো
Deodhar Trophy 2023: ডান দিকে অনেকটা ঝাঁপিয়ে ক্যাচ নেন। তিনি নিজেও যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না, এমন একটা ক্যাচ নিয়েছেন!

দেওধর ট্রফিতে তাঁর দল হারলেও অবিশ্বাস্য একটি ক্যাচ নিলেন প্রভসিমরন সিং। আইপিএলের ১৬ তম সংস্করণে পঞ্জাব কিংসের হয়ে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছেন এই কিপার-ব্যাটার। একটি সেঞ্চুরিও করেছিলেন। ওয়ান ডে ফরম্যাটে জোনাল ক্রিকেট টুর্নামেন্ট দেওধর ট্রফিতে ইস্ট জোনে রয়েছেন প্রভসিমরন। দেওধরে প্রথম দিন শিরোনামে তাঁর ক্যাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সাউথ জোনের বিরুদ্ধে নেমেছিল ইস্ট জোন। প্রথমে ব্যাট করে বিশাল স্কোর সাউথ জোনের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইস্ট জোনের লক্ষ্য ছিল ২৪ ওভারে ২৪৬ রান। মাত্র ৬০ রানেই অলআউট ইস্ট জোন। প্রভিসমরন ৯ বলে ২ রানে ফেরেন। ব্যাটিংয়ে ভরসা দিতে না পারলেও তাঁর ক্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে।
প্রথমে ব্যাট করে সাউথ জোন। পাঁচে ব্যাট করতে নামেন সাউথ জোনের রিকি ভুই। ভালো ছন্দে ছিলেন। ৩৯ বলে ৩১ রানে তাঁকে ফেরান মায়াঙ্ক যাদব। তবে এই উইকেটের ক্ষেত্রে বোলারের চেয়েও বেশি কৃতিত্ব প্রাপ্য কিপার প্রভসিমরনের। মায়াঙ্কের ডেলিভারি অফ স্টাম্পের অনেকটা বাইরে পড়ে। অনেকটা সুইং। বাউন্সও তেমনই। রিকি ভুইয়ের বডিলাইনে যাচ্ছিল বলটি। মিস হলে লেগ সাইডের দিকেই ধরতে হবে কিপারকে। প্রভসিমরনও বাঁ দিকে সরছিলেন।
বডিলাইনের ডেলিভারি। শেষ মুহূর্তে শরীর বাঁকিয়ে বুকের কাছে ব্যাট রেখে চোট থেকে বাঁচার চেষ্টায় রিকি। বল তাঁর গ্লাভসে লেগে প্রথম স্লিপের দিকে। লাস্ট মিনিটে অ্যাডজাস্টমেন্ট কিপার প্রভসিমরনের। ডান দিকে অনেকটা ঝাঁপিয়ে ক্যাচ নেন। তিনি নিজেও যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না, এমন একটা ক্যাচ নিয়েছেন!
