Deodhar Trophy: রিঙ্কু শূন্য, কেকেআর ক্যাপ্টেনের অলরাউন্ড পারফরম্যান্স

Deodhar Trophy 2023: সাউথ জোন বনাম ওয়েস্ট জোনের লো-স্কোরিং ম্যাচ হয়। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের ৯৮ রানের ইনিংস। বাকিদের থেকে অবশ্য উল্লেখযোগ্য ইনিংস নেই।

Deodhar Trophy: রিঙ্কু শূন্য, কেকেআর ক্যাপ্টেনের অলরাউন্ড পারফরম্যান্স
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 26, 2023 | 8:24 PM

প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন রিঙ্কু সিং। তেমনই হতাশ করেছিলেন নীতীশ রানা। দ্বিতীয় ম্যাচে হল উল্টো। রিঙ্কু সিংকে রানের খাতাই খুলতে দিলেন না নীতীশ। অলরাউন্ড পারফরম্যান্স ক্যাপ্টেনের। জিতল নর্থ জোন। দেওধর ট্রফিতে অন্য ম্যাচে, ওয়েস্ট জোনকে ১২ রানে হারাল সাউথ জোন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নর্থ জোন বনাম সেন্ট্রাল জোনের ম্যাচে নজরে ছিল অনেকেই। প্রথমে ব্যাট করে নর্থ জোন। গত ম্যাচে অনবদ্য একটা ক্যাচে নজর কেড়েছিলেন কিপার-ব্যাটার প্রভসিমরন সিং। এ দিন বিধ্বংসী ব্যাটিং করলেন। মাত্র ১০৭ বলে ১২১ রানের ইনিংস। অধিনায়ক নীতীশ রানা ৫০ বলে ৫১ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান করে নর্থ জোন।

রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় সেন্ট্রাল। তবে শিবম চৌধুরি, যশ দুবে এবং উপেন্দ্র যাদবের অর্ধশতরানে ঘুরে দাঁড়ায় সেন্ট্রাল জোন। স্পিন আক্রমণে খাবি খেল তারা। ৪৭.৪ ওভারে ২৫৯ রানেই অলআউট সেন্ট্রাল জোন। নর্থ জোন অধিনায়ক নীতীশ রানা ৪ উইকেট নেন।

সাউথ জোন বনাম ওয়েস্ট জোনের লো-স্কোরিং ম্যাচ হয়। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের ৯৮ রানের ইনিংস। বাকিদের থেকে অবশ্য উল্লেখযোগ্য ইনিংস নেই। ৪৬.৪ ওভারে ২০৬ রানের মধ্যেই শেষ সাউথ জোন ইনিংস। এমার্জিং এশিয়া কাপ খেলে আসা পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর ২ উইকেট নেন। মাত্র ২০৭ রানের লক্ষ্য নিয়েও খাবি খেল ওয়েস্ট জোন। ৩৬.২ ওভারে ১৯৪ রানেই অলআউট তারা। বাঁ হাতি স্পিনার সাই কিশোর ৩ উইকেট নেন। অফস্পিনার ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ২ উইকেট।