দেওধর ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে সাউথ জোন ও ইস্ট জোন। ট্রফির ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাউথ জোন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। টুর্নামেন্টে মোট ছটি দল অংশ নিয়েছে। রাউন্ড রবিন ভিত্তিতে হয়েছে খেলা। পয়েন্ট টেবলে শীর্ষে থাকা দু-দল ফাইনালে মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচের সবকটিই জিতেছে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন সাউথ জোন। শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে, পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতে ফাইনালে ইস্ট জোন। ট্রফির লক্ষ্যে ইস্ট জোনকে ৩২৯ রানের লক্ষ্যে পৌঁছতে হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফাইনালটি দিন-রাতের ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচে তাই ব্যাটিং নিতে ভাবেননি মায়াঙ্ক আগরওয়াল। তাঁর সঙ্গে ওপেনিংয়ে রোহন কুন্নুমাল। পাওয়ার প্লে-তে বিধ্বংসী ব্যাটিং সাউথ জোনের দুই ওপেনারের। রোহন কার্যত টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেন। উল্টোদিকে মায়াঙ্ক আগরওয়াল তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে গেলেন। ওপেনিং জুটিতে ১৮১ রান যোগ করেন মায়াঙ্ক ও রোহন। অবশেষে ইনিংসের ২৫তম ওভারে ব্রেক থ্রু ইস্ট জোনের। মাত্র ৭৫ বলে ১০৭ রানে ফেরেন তিনি। ১১টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি মারেন রোহন। জোড়া ধাক্কা দেন উৎকর্ষ সিং। অধিনায়ক মায়াঙ্ককেও ফেরান তিনিই। মায়াঙ্ক ৮৩ বলে ৬৩ রান করেন।
সাউথ জোন ইনিংসে মিডল অর্ডারে দারুণ একটা ইনিংস খেলেন কিপার ব্যাটার নারায়ণ জগদীশন। ৫৪ রান করেন তিনি। টুর্নামেন্টে অন্যতম ধারাবাহিক সাই সুদর্শন ফাইনালে জ্বলে উঠতে ব্যর্থ। ১৯ রানেই তাঁকে ফেরান রিয়ান পরাগ। লোয়ার অর্ডারে ১৯ বলে ২৪ রানের ক্যামিও বাঁ হাতি স্পিনার সাই কিশোরের। ইস্ট জোন একাদশে এদিন পরিবর্তন হয়েছে। সুযোগ পেয়েছেন বাংলার আর এক ব্যাটার সুদীপ ঘরামি। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৮ রান করে সাউথ জোন। ইস্ট জোনের হয়ে দুটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ, রিয়ান পরাগ ও উৎকর্ষ সিং।